ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগমারায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

প্রকাশিত: ০৪:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বাগমারায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ছয়জনের মধ্যে হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতারের পর তার শরীরে তল্লাশি করে অস্ত্র পায় পুলিশ। হাবিব পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী ক্যাডার। সে ভবানীগঞ্জ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আইনুল হকের ছত্রছায়ায় প্রকাশ্যে ছিল বলে জানা গেছে। এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। বাগমারা থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন। মামলায় ভবানীগঞ্জ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আইনুল হক ও চরমপন্থী ক্যাডার হাবিবুর রহমান হাবিবসহ ৭ জনের নাম উল্লেখ করে ২২ জনকে আসামি করা হয়েছে। সরকারী কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা দুইটি মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী হাবিবুর রহমান হাবিব, যুবলীগ কর্মী জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন মায়া, শাহীন আলম ও মাসুদ রানা। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেফতার ছয়জনকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। টিএস আইয়ুবসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পুলিশের রুজু করা একটি নাশকতার মামলায় বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ুবসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন গঠন করা হয়েছে। সোমবার সকালে জেলা জজ আদালতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ৪ জানুয়ারি টিএস আইয়ুব সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে যশোর আসেন। তিনি শহরের ঘোপ সেন্ট্রাল রোডে ‘হোটেল সান-মুনে’ ওঠেন। রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ সেপ্টেম্বর ॥ সাপের কামড়ে লোহাগড়া উপজেলার মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রাজ্জাকের (৫৯) মৃত্যু হয়েছে। রবিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। আব্দুর রাজ্জাকের বাড়ি সদর উপজেলার হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে। জানা যায়, গরুকে খড় খাওয়ানোর জন্য রবিবার রাত ৮টার দিকে আব্দুর রাজ্জাক বাড়ির খড়ের পালায় যান। এ সময় তার ডান হাতের আঙ্গুলে সাপে কামড় দেয়। প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে নড়াইল সদর হাসপাতলে আনা হলেও ভ্যাকসিন না থাকায় আব্দুর রাজ্জাককে খুলনায় নেয়ার পথিমধ্যে মৃত্যু হয়।
×