ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লুণ্ঠিত সোয়া ৬ লাখ টাকা সহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার

প্রকাশিত: ০১:১৩, ২৫ সেপ্টেম্বর ২০১৭

লুণ্ঠিত সোয়া ৬ লাখ টাকা সহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়িতে ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, আক্তার হোসেন বাবু, আওলাদ হোসেন, মো. ওয়াসিম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. বাদল হোসেন জহির, মো. ইসমাইল প্রধান বাবু ও মো. আনিস। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, চারটি ছোরা, তিনটি মোটর সাইকেল ও সাতটি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত সপ্তাহে লুটে নেয়া টাকাসহ এক ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. ফরিদ উদ্দিন এ কথা জানান। সংবাদ সম্মেলনে ডিসি ফরিদ উদ্দিন জানান, এরা ডাকাতদের একটি চক্র। তাদের সদস্য সংখ্যা ১২ জন। তিনি জানান, মতিঝিল এলাকা থেকে কেউ মোটা অঙ্কের টাকা উঠালে সেই ব্যক্তিকে অনুসরণ করে সুবিধামত স্থানে আটকিয়ে টাকা পয়সা নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের কথা স্বীকার করেছে। ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, রবিবার গভীররাতে যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাত ডাকাতকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ি এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল সেদিন নয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। ওই ডাকাতদল যাত্রাবাড়ি এলাকার কনকর্ড টাওয়ারে অবস্থান করছে বলে রবিবার রাত সাড়ে ১০টার দিকে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে ডাকাতদলের দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ লাখ ১৯ হাজার ৫০০ টাকা এবং চারটি ছোরা, তিনটি মোটর সাইকেল ও সাতটি ককটেল উদ্ধার করা হয়। এসি ইফতেখারুল ইসলাম জানান, গ্রেফতারের সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এতে এক পুলিশ সদস্য আহত হন। ১৮ সেপ্টেম্বরে চক্রটির নয় লাখ টাকা লুটে নেয়ার প্রসঙ্গে ডিসি ফরিদ উদ্দিন জানান, ওইদিন রাতে এক ব্যক্তি নয় লাখ টাকা নিয়ে বাসে করে নরসিংদী যাচ্ছিলেন। যাত্রাবাড়ি এলাকায় ওই বাসের গতিরোধ করে বাস থেকে ওই ব্যক্তিকে নামিয়ে টাকা লুট করে নিয়ে যায়। পরে ওই ব্যক্তি ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এই চক্রের বাকি পাঁচজনকে গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে বলে ডিসি ফরিদ জানান।
×