ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে হামলা নিয়ে উত্তর কোরিয়ার ভুয়া ভিডিও

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রে হামলা নিয়ে উত্তর কোরিয়ার ভুয়া ভিডিও

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও জঙ্গিবিমানে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘ডিপিআরকে টুডে’ ওই ভিডিও প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোমারু বিমান বি-১বি ল্যান্সার উত্তর কোরিয়ার আকাশসীমার কাছ দিয়ে উড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ভিডিও ও ছবিগুলো প্রকাশ করা হয়। ভুয়া ওই ভিডিও থেকে নেওয়া ছবিগুলোতে দেখা যায়, উত্তর কোরিয়ার তৈরি পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন বি-১বি ও অত্যাধুনিক এফ-৩৫ বিমান বিধ্বস্ত হয়ে যায়। ভিডিওটিতে আরো দেখানো হয়, উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া ভিডিওতে লেখা ছিল, ‘যদি মার্কিন হামলার নেতৃত্বেও বি-১বি, এফ-৩৫ ও কার্ল ভিনসন থাকে, তাহলে সেগুলোর পরিণতি এমনই হবে।’ এর আগেও এমন ভুয়া ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সেসব ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ও একটি সমাধিক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের মূর্তিতে আক্রমণ করতে দেখানো হয়।
×