ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চতুর্থবারের মতো ক্ষমতায় মেরকেল

প্রকাশিত: ০৯:০৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

চতুর্থবারের মতো ক্ষমতায় মেরকেল

জনকণ্ঠ ডেস্ক ॥ চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হচ্ছেন এ্যাঙ্গেলা মেরকেল। বুথ ফেরত জরিপের ফলাফলে উঠে এসেছে এ তথ্য। রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। খবর বিবিসির। জরিপে বলা হচ্ছে, মেরকেলের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউ ৩২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হবে। এই জোটের আরেক দল সোস্যাল ডেমোক্রেটিক (এসপিডি) পেয়েছে ২০ শতাংশ ভোট। এছাড়া ডানপন্থী ইসলামবিরোধী হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) পেয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ ভোট। এই দলটি জার্মানির তৃতীয় শক্তিশালী দল হিসেবেও আত্মপ্রকাশ করেছে। সমর্থকদের প্রতি দেয়া এক ভাষণে মেরকেল বলেন, ভাল ফলের আশা করেছিলাম। আজ আমরা বলতে পারি, জনগণের সমর্থন পেয়েছি। এখন আমরা দায়িত্ব নিতে যাচ্ছি। আর এ বিষয়ে অংশীদারদের সঙ্গে আমরা আলোচনা করব। এদিকে এসপিডির প্রধান মার্টিন শ্যুলস বলেন, এটা খুবই কঠিন এবং কষ্টের দিন এসপিডির জন্য। কারণ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি।
×