ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

প্রকাশিত: ০৮:১৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারী এয়ারলাইন্সের উড়োজাহাজের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। চার কেজি ৬০০ গ্রাম ওজনের এ স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা। রবিবার বেলা আড়াইটার দিকে কলকাতা থেকে আসা ওই ফ্লাইটের উড়োজাহাজের একটি সিটের নিচে লুকানো ছিল এসব স্বর্ণের বার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি ড. মইনুল খান জানান, বেলা আড়াইটায় অবতরণ করা একটি উড়োজাহাজে স্বর্ণ আনা হচ্ছে- এমন গোপন সংবাদে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের আগেই বিশেষ নজরদারি বজায় রাখে। পরে ফ্লাইটটি অবতরণের পর শুল্ক গোয়েন্দা দল তল্লাশি করে ৮এফ সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।
×