ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড্ডায় টিনশেড বাড়িতে আগুনে পুড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ০৭:০৫, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বাড্ডায় টিনশেড বাড়িতে আগুনে পুড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডা এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুনে পুড়ে জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই শিশু সন্তান আমানুল্লাহ জিসান (১১) ও সানজিদা আক্তার (৯) মারাতœক দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, নিহত জেসমিনের শরীর ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার দগ্ধ দুই সন্তান জিসান ৩০ শতাংশ ও সানজিদা ২৮ শতাংশ পুড়ে গেছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। নিহতের পরিবার-পরিজন জানান, রবিবার ভোরে মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকায় ওই টিনশেড বাড়িতে আগুন লাগে। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় জেসমিন ও তার দুই সন্তান আব্দুল্লাহ জিসান ও সানজিদা দগ্ধ হয়। খবর পেয়ে বারিধারা ও এর আশপাশ এলাকা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই রুম থেকে জেসমিন ও তার দুই সন্তানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। নোবিপ্রবি উপাচার্যকে এসিসিই এ্যালামনাই এ্যাসোসিয়েশনের শুভেচ্ছা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এ্যাপ্লাইড কেমিস্ট্রি এ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের নবগঠিত এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রবিবার উপাচার্যের কার্যালয়ে এ্যাসোসিয়েশনের সদস্যরা এ শুভেচ্ছা জানান। -বিজ্ঞপ্তি
×