ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন মাঠপর্যায়ে কাজ করছে

প্রকাশিত: ০৭:০৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন মাঠপর্যায়ে কাজ করছে

কক্সবাজার জেলা প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে গত ২৩ সেপ্টেম্বর। শনিবার থেকে উখিয়া ও টেকনাফ উপজেলায় ৮টি ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচশ’ সেনাসদস্য ত্রাণ বিতরণ ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তিনটি ধাপে এই ত্রাণ বিতরণ করছে। প্রাথমিকভাবে তারা সকল উৎস হতে ত্রাণ সামগ্রী গ্রহণ ও নির্দিষ্ট স্থানে গুদামজাত করছে। পরবর্তীতে ত্রাণ সামগ্রী প্যাকেটিং করে গুদাম থেকে বিভিন্ন বিতরণ স্থানে পরিবহন করা হচ্ছে। সর্বশেষে তালিকা অনুযায়ী সমভাবে দুর্গত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন সংস্থার সহায়তায় রান্না করা খাবার বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। -আইএসপিআর।
×