ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০১৭

সীতাকুন্ডে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর ॥ সীতাকুন্ডে রাতের আঁধারে এলোপাতাড়ি কুপিয়ে শরিয়ত উল্ল্যাহ শরীফ (৩৩) নামে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতেই উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার আলী বাড়ির নুর হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ব্যক্তিগত কাজ শেষে হেঁটে নিজ বাড়িতে যাচ্ছিলেন শরীফ। এ সময় তিনি ভবতোষ উকিলের বাড়ি অতিক্রমকালে ৮/১০জন দুবৃর্ত্ত তার গতিরোধ করে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে আহত অবস্থায় তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। নিহতের আত্মীয় দিদার জানান, চাঁদা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা সাদ্দাম ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে। তিনি মৃত্যুর আগে সাদ্দামসহ হামলায় জড়িত সবার নাম আমাদের বলে গেছেন। লাশের ময়নাতদন্ত শেষে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় মেম্বার মহিউদ্দিন মিয়াজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত শরিয়ত উল্ল্যাহর সঙ্গে বিএনপিপন্থী সাদ্দাম গ্রুপের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার জেরে রাতের আঁধারে সাদ্দাম গ্রুপের হামলায় নিহত হয়েছে তিনি।’ সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন,‘বাড়বকুন্ডর অলিনগরে দুর্বৃত্তের হামলায় এক বিএনপিকর্মী নিহতের খবর পেয়ে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তবে এ ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেননি। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করলে জড়িতদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’ এশিয়ার বৃহত্তম মন্ডপ
×