ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্দরনগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে মাস্টারপ্ল্যান করছে চউক

প্রকাশিত: ০৫:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বন্দরনগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে মাস্টারপ্ল্যান করছে চউক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরনগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। উদ্দেশ্য, যান চলাচল শৃঙ্খলায় এনে জনদুর্ভোগ লাঘব করা। রবিবার হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক ওয়ার্কশপে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ‘চিটাগাং স্ট্রাটেজিক আরবান মাস্টার প্ল্যান’ শীর্ষক এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চউকের নগর পরিকল্পনাবিদ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ শাহিনুল ইসলাম খান, বিশ্বব্যাংক প্রতিনিধি দলের টিম লিডার সিজিওকি সাকাকি, কলিন ব্রাডার, ডেবিড ইংহাম প্রমুখ। ওয়ার্কশপে আলোচকগণ চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, চউক একটি সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করবে। এর ফলে নগরীর যানবাহন চলাচল এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।
×