ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক লাখ রোহিঙ্গার আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা দেবে তুরস্ক

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭

এক লাখ রোহিঙ্গার আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা দেবে তুরস্ক

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা দেবে তুরস্ক। এছাড়া ১০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী দেবে তারা। এদিকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভারতের নৌবাহিনীর ত্রাণবাহী একটি জাহাজ খুব শীঘ্রই বাংলাদেশে আসছে। বাংলাদেশ সফররত তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সচিবালয়ে তার কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তারা রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলাপ করেন। রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টিকে অমানবিক হিসেবে উল্লেখ করে দ্রুত এর সমাধান আশা করেন তারা। ত্রাণমন্ত্রী জানান, একান্ত মানবিক কারণে বাংলাদেশ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা নিয়ে সরকারের মনোভাব ও অবস্থান অবহিত করেন মন্ত্রী। তুরস্কের প্রতিনিধি জানান, রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। এ সময় আহমেদ রফিক জানান, তুরস্ক বাংলাদেশে আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে। আশ্রয়কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে আলোচনা করেন তারা। তিনি আরও জানান, তুরস্ক শীঘ্রই ১০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী প্রদান করবে। এগুলোর হস্তান্তর নিয়েও কথা বলেন তারা। এদিকে জানা গেছে, রোহিঙ্গাদের সহায়তার জন্য ভারতের ত্রাণবাহী একটি জাহাজ খুব শীঘ্রই বাংলাদেশে আসছে। ভারতের নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘরিয়াল নামের একটি জাহাজে এই ত্রাণ সহায়তা পাঠাচ্ছে দেশটি। জাহাজটি ভারতের কাকিনা বন্দর থেকে রওনা দেবে। এই জাহাজটি চাল, চিনি, লবণ, চা, বিস্কুট, মশারি ইত্যাদি ত্রাণপণ্য বাংলাদেশে নিয়ে আসছে। ভারত সরকারের পক্ষ থেকে এই ত্রাণ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।
×