ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২ থেকে ৮ অক্টোবর বিশ্ব বিনিয়োগ সপ্তাহ

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০১৭

২ থেকে ৮ অক্টোবর বিশ্ব বিনিয়োগ সপ্তাহ

বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ও বিনিয়োগ শিক্ষামেলা উদযাপন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজস কমিশনে (আইওএসসিও) উদ্যোগে আগামী ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ লক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর বিএসইসির প্রধান কার্যালয়ে (শেরে বাংলা নগর, আগারগাঁও) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। রবিবার বিএসইসির নির্বাহী পরিচালক মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের সচেতন করে তোলার জন্যই এ কার্যক্রম গ্রহণ করেছে বিএসইসি। অর্থনৈতিক রিপোর্টার তিন কোম্পানিকে জরিমানা সিকিউরিটিজ আইন অমান্য করায় তিন কোম্পানিকে জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানগুলো হলো- মেটালেক্স কর্পোরেশন, খাজা মোজাইক টাইলস ও মিতা টেক্সটাইল লিমিটেড। বিএসইসির এনফোর্সমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, কোম্পানিগুলো ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত তারিখের মধ্যে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তাই সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। এর মধ্যে মেটালেক্স কর্পোরেশনের ৫ পরিচালক, খাজা মোজাইক টাইলস ও মিতা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ পরিচালককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। যা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দেয়া হয়। অর্থনৈতিক রিপোর্টার
×