ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বস্ত্র খাতে তিন কোম্পানির হিসাবে গরমিল

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বস্ত্র খাতে তিন কোম্পানির হিসাবে গরমিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ঢাকা ডাইং এ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ফেমিলিটেক্স বিডি ও মেট্রো স্পিনিং অভিহিত মূল্যের নিচে রয়েছে। একইসঙ্গে কোম্পানি ৩টিরই আর্থিক হিসাবে গরমিল রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোরই প্রদত্ত প্রান্তিক হিসাবের সঙ্গে মোট হিসাবে গরমিল দেখা দিয়েছে। যাতে ভুল হিসাবে ডিএসই কর্তৃপক্ষ লাল চিহ্নিত করে রেখেছেন। ঢাকা ডাইং ॥ কোম্পানিটি ২০১৬-১৭ অর্থবছরের ৩ প্রান্তিক বা ৯ মাসের নিট হিসাবে বিক্রয়, মুনাফা ও শেয়ার প্রতি লোকসানের হিসাবে ভুল তথ্য দিয়েছে। এক্ষেত্রে কোম্পানিটি ১৪ কোটি ২১ লাখ টাকার পরিবর্তে ১২ কোটি ৫১ লাখ টাকার বিক্রয় দেখিয়েছে। এছাড়া লোকসানের পরিমাণ ১৭ কোটি ৬৬ লাখ টাকার পরিবর্তে ১২ কোটি ৯৩ লাখ টাকা ও শেয়ার প্রতি লোকসান ২.০২ টাকার পরিবর্তে ১.৪৮ টাকা দেখিয়েছে। ফেমিলিটেক্স বিডি ॥ কোম্পানিটি ২০১৬-১৭ অর্থবছরের ১ম ও ৩য় প্রান্তিকের আর্থিক হিসাব ডিএসইতে জমা দিলেও ২য় প্রান্তিকের জমা দেয়নি। যাতে কোম্পানির ৬ মাসের ও ৯ মাসের মোট হিসাবের সত্যতা যাছাই করা যায়নি। এমতাবস্থায় আর্থিক হিসাবকে ভুল হিসাবে লাল চিহ্নিত করে রেখেছে। মেট্রো স্পিনিং ॥ কোম্পানিটি টোটাল কমপ্রেহেনসিভ আয় হিসাবে ২০১৬-১৭ অর্থবছরের ১ম প্রান্তিকে ৯১ লাখ ৮০ হাজার টাকা লোকসান ও ২য় প্রান্তিকে ৭০ লাখ ৯০ হাজার টাকা মুনাফা দেখিয়েছে। এ হিসাবে নিট লোকসান দাঁড়ায় ২০ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ৩২ লাখ ৮০ হাজার টাকা লোকসান দেখিয়েছে। একইভাবে ৩য় প্রান্তিক শেষে নিট মুনাফা ৬৯ লাখ ৩০ হাজার টাকার পরিবর্তে ৫৭ লাখ ৪০ হাজার টাকা দেখিয়েছে।
×