ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে বেশি ডলফিন....

প্রকাশিত: ০৫:২১, ২৫ সেপ্টেম্বর ২০১৭

 বিশ্বের সবচেয়ে বেশি ডলফিন....

হাম্পব্যাক নামে এক জাতের ডলফিনের সবচেয়ে বড় আবাস হিসেবে চিহ্নিত হয়েছে পারস্য উপসাগরীয় আবুধাবীর উপকূল। এই ডলফিনের মূল আবাস ছিল ভারত মহাসাগর। এক জরিপ শেষে দ্য এনভায়রনমেন্ট এজেন্সি ইএডি জানিয়েছে, এ উপকূলে তারা ৭০১টি হাম্পব্যাকের এক বিশাল ঝাঁকের দেখা পেয়েছেন। সেখানে বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক হাম্পব্যাক ডলফিন আছে বলে তারা জনিয়েছেন। ৪৬৬টি হাম্পব্যাকের দ্বিতীয় সর্বোচ্চ ঝাঁকটি দেখা গেছে দক্ষিণ আফ্রিকার উপকূলে। আফ্রিকার মোজাম্বিকে ১০৫টি, কেনিয়ায় ১০৪টি, এবং তাঞ্জানিয়া উপকূলে দেখা গেছে ৬৩টি হাম্পব্যাকের ঝাঁক। এছাড়াও জরিপে আবুধাবীর উপকূলে মিলেছে ১ হাজার ৮৩৪টি ইন্দো-প্যাসিফিক বোটল নোজ ডলফিন। ইএডির সেক্রেটারি জেনারেল রাযান খলিফা আল মুবারক জানিয়েছেন, ডলফিনের উপস্থিতি যে কোন সমুদ্র উপকূলের সুস্থ পরিবেশের সূচক হিসেবে কাজ করে। ইএডির মেরিন এ্যাসেসমেন্ট এ্যান্ড কনজারভেশন সেকশনের ব্যবস্থাপক এডউইন গ্র্যান্ডকোর্ট জানান, বছরে দুইবার শীত ও বসন্তের সময় জরিপের কাজ করেন তারা। প্রতিবারই জরিপের স্থায়িত্ব হয় তিন সপ্তাহ। গ্র্যান্ডকোর্ট বলেন, জরিপ চলাকালে অনেক সময় ডলফিনরা ইএডির জরিপ জাহাজের ৩ মিটারের মধ্যে চলে আসে, মাঝে মাঝে তারা ৫০ থেকে ৬০ মিটার দূরে অবস্থান করে। এ সময় পরিবেশের বিভিন্ন সূচকসহ তারা প্রতিটি ডলফিনের পিঠের পাখনার (ডোরসাল ফিন) ছবি তুলে তার ফটো আইডি ক্যাটালগ তৈরি করেন। মানুষের চেহারা বা আঙ্গুলের ছাপের মতোই প্রতিটি ডলফিনেরও পিঠের পাখনা আলাদা। এ কাজে তারা মার্ক রিক্যাপচার মেথড ব্যবহার করে থাকেন। আবুধাবী উপকূলের জলজ পরিবেশের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নীতিমালা ও ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরির জন্য ২০১৪ সাল থেকে ইএডি-এ অঞ্চলে ডলফিনের জরিপ কাজ শুরু করে। এ পর্যন্ত ৬৪ দিনে ইএডি মোট ৫ হাজার ৫৯২ কিলোমিটার এলাকায় জরিপ কাজ শেষ করেছে। খালিজ টাইমস অবলম্বনে।
×