ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক-চতুর্থাংশ ব্রিটিশ কিশোরী বিষন্নতায় ভোগে

প্রকাশিত: ০৫:২১, ২৫ সেপ্টেম্বর ২০১৭

এক-চতুর্থাংশ ব্রিটিশ কিশোরী বিষন্নতায় ভোগে

যুক্তরাজ্যে ১৪ বছর বয়সের মেয়েদের এক-চতুর্থাংশ এবং প্রতি ১০ জন ছেলের মধ্যে ১ জন মানসিক বিষন্ন তায় ভোগে বলে সে দেশের গবেষকরা জানিয়েছেন। যুব বয়সের ১০ হাজারের বেশি ছেলে-মেয়ের ওপর ব্রিটিশ গবেষকদের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ছেলে-মেয়েদের মা-বাবার সঙ্গে এ জরিপে বলা হয়, তাদের টিনএজ ছেলে-মেয়েদের অনেকেই সত্যিকার উদ্বেগের সঙ্গে পরিচিত নয়। জরিপে মা-বাবারা প্রায়ই মেয়েদের মানসিক চাপের বিষয়টি অবমূল্যায়ন করেছেন এবং ছেলেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাই ছেলেরা তাদের মত প্রকাশ করেনি। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রধান সমীক্ষক ড. প্রবীথা পাতালে বলেছেন, টিএনএজাররা বিশেষ করে মেয়েরা আগের প্রজন্ম থেকে বেশি মানসিক স্বাস্থ্য দুর্ভোগে ভুগছে। এর কারণ হতে পারে পরীক্ষার চাপ ও শারীরিক উদ্বেগসহ অনেক কিছু। প্রাপ্তবয়স্ক অর্ধেক সংখ্যক মেয়েদের ১৪ বছরের মধ্যে শুরু হয় প্রাপ্তবয়স্কের মতো মানসিক অসুস্থতা। প্রাথমিক অবস্থায় তাদের রোগ নির্ণয় ও চিকিৎসা দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান নির্বাহী আশা ফিউচওয়াং বলেছেন, ১৪ বছর বয়স্ক মেয়েদের এক-চতুর্থাংশ মানসিক চাপে ভোগে বলে জানিয়েছে। এখন এটা সন্দেহাতীত যে, এ সমস্যা সঙ্কটের দিকে চলে যাচ্ছে। দাতব্য প্রতিষ্ঠান ইয়ং মাইন্ডসয়ের ড. মেয়র রুশ বলেন, আমরা জানি যে টিএনএজ মেয়েরা স্কুলে চাপ, শারীরিক সমস্যাসহ ব্যাপক মানসিক চাপের শিকার। শৈশবে বঞ্চনা, বাড়িতে সহিংসতা বা অবজ্ঞাসহ কষ্টকর অভিজ্ঞতা তাদের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিবিসি অবলম্বনে।
×