ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উল্টোপথে গাড়ি চালানোয় প্রতিমন্ত্রী-সচিবদের জরিমানা

প্রকাশিত: ০৪:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭

উল্টোপথে গাড়ি চালানোয় প্রতিমন্ত্রী-সচিবদের জরিমানা

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সচিবের গাড়িসহ বেশকিছু গাড়ির বিরুদ্ধে মামলাসহ জরিমানা আদায় করেছে ঢাকা ট্রাফিক পুলিশ। রবিবার বিকেল ৪টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকানো শুরু করে ট্রাফিক পুলিশ। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫৭টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন বলেন, উল্টো পথে গাড়ি চালানোসহ ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে ৫৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান এবং সচিব, পুলিশ ও সাংবাদিকের গাড়ি রয়েছে।
×