ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যাটিসের ভারত সফরে গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা

প্রকাশিত: ০৪:২৯, ২৫ সেপ্টেম্বর ২০১৭

ম্যাটিসের ভারত সফরে গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন। সফরকালে প্রতিরক্ষা সহযোগিতাসহ আফগান নিরাপত্তা বিষয় সবচেয়ে গুরুত্ব পাবে। ম্যাটিস সোমবার দিনের শেষে ভারতে আসবেন। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নতুন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। খবর এএফপির। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এই প্রথম মার্কিন কোন শীর্ষ কর্মকর্তা ভারত সফরে আসছেন। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ভারতকে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অংশীদার মনে করে। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট মুকেশ অঘি বলেন, জুনে ট্রাম্প ও মোদি ওয়াশিংটনে বৈঠক করেছেন। আর ম্যাটিসের এ সফর আভাস দিচ্ছে উভয় দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিরক্ষা সহযোগিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
×