ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে সুষমা স্বরাজ

ভারত আইটিতে সুপারপাওয়ার, পাকিস্তান তৈরি করছে সন্ত্রাসী

প্রকাশিত: ০৪:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭

ভারত আইটিতে সুপারপাওয়ার, পাকিস্তান তৈরি করছে সন্ত্রাসী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ প্রদানকালে বলেন, ভারত চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী তৈরি করছে, আর পাকিস্তান সন্ত্রাসী তৈরি করছে। । তিনি এ সময় হিন্দিতে ভাষণ দেয়ার পাশাপাশি মোদি সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচীর প্রসঙ্গ তুলে ধরেন। নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, ভারত অসাধ্য সাধন করতে পেরেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির। সুষমা স্বরাজ বলেন, ভারত বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিতে (আইটি) সুপারপাওয়ার হিসেবে পরিচিত, অন্যদিকে পাকিস্তান এলইটি, জেইটি, হিজবুল মুজাহিদীন ও হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসী গ্রুপ তৈরি করে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি পাকিস্তানের প্রতি প্রশ্ন রাখেন, স্বাধীনতার ৭০ বছর পর ভারত যখন বিশ্বে আইটি সুপারপাওয়ার; ইঞ্জিনিয়ার ও চিকিৎসক তৈরি করছে, পাকিস্তান তখন জিহাদী তৈরি করছে, যারা বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করে চলছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার অভিযোগ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসীর দেয়া বক্তব্যের জবাবে তিনি জাতিসংঘের মহাসচিবের উদ্দেশে বলেন, পাকিস্তান যদি তার শক্তিকে এই অঞ্চলের সন্ত্রাসীদের নির্মূলে ব্যবহার করে, তাহলে বিশ্ব সন্ত্রাসবাদ মুক্ত হতে পারবে।
×