ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আজ গণভোট মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে ইরাকের কুর্দীস্তান

প্রকাশিত: ০৪:২৬, ২৫ সেপ্টেম্বর ২০১৭

আজ গণভোট মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে ইরাকের কুর্দীস্তান

ইরাকী কুর্দীস্তানের স্বাধীনতার ওপর গণভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি এর সংক্ষিপ্ত ইতিহাসে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়েছে। খবর এএফপির। সরকারের আয় পড়ে যাওয়া ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে চ্যালেঞ্জ এবং হাজার হাজার শরণার্থীর জন্য ব্যয়ের কারণে কুর্দীস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) বাজেটে বরাদ্দ ছেঁটে দিতে হয়েছে। ইরাকের তেল সম্পদের ওপর বিশেষজ্ঞ রুবা হুসারি বলেছেন, কেআরজিয়ের কোষাগার শূন্য এবং ঋণে ভারাক্রান্ত। বিশ্বব্যাংক সম্প্রতি এক রিপোর্টে বলেছে যে, অর্থনৈতিক সঙ্কট ও আইএসের নিরাপত্তা চ্যালেঞ্জ অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর উল্লেখযোগ্য প্রতিকূল প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আক্রমণে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে বিনিয়োগ প্রবাহের জন্য এ অঞ্চল লাভবান হয়।
×