ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঈনের দুর্দান্ত সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭

মঈনের দুর্দান্ত সেঞ্চুরি

অনলাইন ডেস্ক ॥ ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। একসময় ইংলিশদের ইনিংস ৬ উইকেটে ২১৭ রানে পরিণত হয়। ৩০০ রান তখন অনেক দূরের পথই মনে হচ্ছিল। কিন্তু মঈন আলির অবিশ্বাস্য ইনিংস মুহূর্তেই ম্যাচের দৃশ্যপট বদলে দেয়। ইনিংসের শেষ ৬ ওভারে মঈনের ঝড়ে ৯৩ রান তোলে স্বাগতিকরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৭০ রানের পাহাড় ছুড়ে দিতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে জিততে পারলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরবে ইংলিশরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। ব্যাটিং-তাণ্ডবের দিনে দুর্দান্ত সেঞ্চুরি করেন মঈন। একসময় ৩৯ বলে ৩৯ রান করা মঈন পরের ৬১ রান করতে খেলেন মাত্র ১৪ বল। ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শীর্ষে রয়েছেন ৪৬ বলে সেঞ্চুরি করা জস বাটলার। মঈনের আগে ইংল্যান্ডের ইনিংসের ভিত গড়ে দেন বেন স্টোকস ও জো রুট। স্টোকস ৬৩ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭৩ এবং রুট ৭৯ বলে সাতটি চার ও দুটি ছক্কায় করেন ৮৪ রান। এছাড়া অ্যালেক্স হেলস ৩৬ এবং ক্রিস ওকস করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মিগুয়েল কামিন্স তিনটি এবং জেসন হোল্ডার নেন দুটি উইকেট। জেরোমি টেলর, অ্যাশলে নার্স ও রবম্যান পাওয়েল নেন একটি করে উইকেট। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭৪ রান তুলতেই তিন শীর্ষ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, হেলস ও এউইন মরগ্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে স্টোকস ও রুট ১৩২ রানের দারুণ জুটি গড়লে ম্যাচে ফিরে আসে ইংলিশরা। চাপের মুখে থাকা ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দৃঢ়তায় দারুণভাবে ম্যাচে ফিরে আসে। ২০৬ থেকে ২১৭- এই ১১ রানের ব্যবধানে স্টোকস, বাটলার ও রুটকে আউট করে ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখে ক্যারিয়ানরা। ঠিক সেই সময়ই পাল্টা আক্রমণ করেন মঈন। সপ্তম উইকেটে ওকসকে নিয়ে ৭৬ বলে ১১৭ রানের দুর্দান্ত জুটি গড়ে সফরকারীদের ম্যাচ থেকে ছিটকে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করার পর মিগুলেয় কামিন্সের করা ৪৫তম ওভারে তিনটি ছক্কা, একটি চার ও একটি ডাবলসে ২৪ রান নিয়ে ঝড় তোলার শুরু মঈনের। জেসন হোল্ডারের করা ইনিংসের ৪৬তম ওভারকেই একই পরিণতি দেন মঈন। এবারও তিনটি ছক্কা, একটি চার ও একটি ডাবলসে ২৪ রান তোলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৩৯ বলে ৩৯ থেকে মঈনের রান ৪৯ বলে ৮৭। অর্থাৎ, এই ১০ বলে তোলেন ৪৮ রান! ৪৭তম ওভারে একটি সিঙ্গেল নেয়ার পর কামিন্সের করা ৪৮তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মঈন। ব্রিস্টলে তখন স্বাগতিক দর্শকদের উত্তেজনা চরমে। অবিশ্বাস্য এক ইনিংসে মঈনও উল্লাসে ভাসেন। সেঞ্চুরির পরপরই মঈন ফিরে গেলেও ঠিকই রানের পাহাড় পায় ইংল্যান্ড।
×