ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সনদ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার সনদ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ শিশু অধিকার সনদ বাস্তবায়ন ও অগ্রগতির উপড় সার্বজনিন এক মতবিনিময় সভা রবিবার ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমী প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমী’র সহযোগিতায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ওর্য়াল্ড ভিশন’র আঞ্চলিক এডভোকেসী সমন্বয়কারী জামাল উদ্দিন, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ড চিসিম, ওর্য়াল্ড ভিশন’র কর্মসূচি কর্মকর্তা সুসময় মানক্ষিন ও শিশু সুরক্ষা কর্মকর্তা মার্টিন সিংহ। সভায় শিশুদের জন্য সুশাসন প্রতিষ্ঠা, শিশু অধিকার বিষয়ক বিভিন্ন চুক্তি অনুমোদন ও আপত্তি প্রত্যাহার, শিশুর প্রতি সহিংসতা-বাল্য বিবাহ-শিশু শ্রম রোধে করণীয়, জন্ম নিবন্ধন, শিশুর স্বাস্থ্য-শিক্ষা অধিকার এবং শিশু আইন ২০১৩ চূড়ান্তকরণ ও শিশুর ন্যায় বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনার পর সুপারিশমালা প্রণয়ন করা হয়। সভায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিশু ফোরাম ও এনসিটিএফ’র নেতা-নেত্রী সদস্যসহ অভিভাবক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
×