ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জবি বি ইউনিটের ফলাফল প্রকাশ

প্রকাশিত: ০২:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

জবি বি ইউনিটের ফলাফল প্রকাশ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশবিদ্যালয়ের বি ইউনিটের ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এবার ‘বি’ ইউনিটের ৭’শ ৭৮টি আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে ৩ হাজার ৮‘শ ৯০ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটের ব্যবহারিক, লিখিত এবং পরফরম্যান্স পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ও ডিন অফিসের নোটিশবোর্ডে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের অধিনে মেধাক্রম অনুসারে কলা অনুষদ, সামাজিকবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (আইএমএল) এ শিক্ষার্থদের ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত কার্যক্রমের তথ্যাদি পরবর্তীতে জানানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে। তবে এবার এই ইউনিটে ভর্তির জন্য জিপিএ নূন্যতম সাড়ে আট পয়েন্ট চাওয়ার ফলে অবেদন কারির সংখ্যা এক লক্ষ থেকে কমে ১৯ হাজার এ নেমে আসে। এদিকে ই ইউনিটের অধিনে চারুকলা বিভাগ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৭ অক্টোবর ভাষা শহীদ রফিক ভবনে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা হবে ৩০ অক্টোবর। সংগীত এবং নাট্যকলা বিভাগের পারফরম্যান্স পরীক্ষাও একই দিন থেকে ৩০ অক্টবর পর্যন্ত সকাল ৯টা হতে বিকাল ৬টা পর্যন্ত একই ভবনে অনুষ্ঠিত হবে।
×