ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজারে সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহর সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক ফরিদুল আলম ও অফিস সহকারী মফিজুল ইসলামের বিরুদ্ধে জেলা স্পেশাল জজ আদালতে দায়েরকৃত দুর্নীতি ও আত্মসাতের মামলার তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। নিহত সমাজ সেবা কর্মী কুমকুম আচার্য্যের বড় ছেলে শাওন আচার্য্যরে জবানবন্দি গ্রহণ শেষে রবিবার দুপুরে এ আদেশ দেন জেলা দায়রা জজ ও স্পেশাল জজ আদালতের হাকিম মীর শফিকুল আলম। বাদী শাওন মামলার আরজিতে অভিযোগ করেন, শহর সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক ফরিদুল আলম যোগদানের পর হতে অফিস সহকারী মফিজুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে সরকারের বরাদ্দ প্রতিবন্ধিদের জন্য বিনা সুদে ঋণ প্রদানের ১লাখ ১০হাজার টাকা ৩০হাজার টাকা আত্মসাত চেষ্টায় ব্যর্থ হয়ে অফিসের মাঠ কর্মী কুমকুম আচার্য্যের প্রতি প্রতিহিংসা মূলক এবং ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অজুহাতে হয়রানি, মানষিক নির্যাতন ও মৃত্যু ভয় দেখিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ সংক্রান্ত ২১জুলাই সদর মডেল থানায় এজাহার দায়ের করলেও মামলা নেয়নি পুলিশ। পরে ৩১আগস্ট স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন তিনি। বাদী পক্ষের মামালা পরিচালনা করেন সিনিয়র আইনজীবি সিজিএম আদালতের সরকারী আইন কর্মকর্তা এ্যাডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, সাবেক পিপি সিনিয়র আইনজীবি মো: জাহঙ্গীর, জাবেদুল আনোয়ার রুবেল, ইমরান আজাদ ও অনিক ইসলাম আকিব প্রমুখ।
×