ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে মাদকসহ বিক্রেতা আটক

প্রকাশিত: ০২:০৬, ২৪ সেপ্টেম্বর ২০১৭

বরিশালে মাদকসহ বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী থানা পুলিশকে মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করে যাওয়া দুর্ধর্ষ মাদক সম্রাট মিরাজ বেপারীকে (৩১) টরকী বন্দর এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় রবিবার বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক মিরাজ লাখেরাজ কসবা এলাকার হারুন বেপারীর পুত্র। রবিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শনিবার দিবাগত মধ্যরাতে টরকী বন্দরের ইলিয়াছ খানের বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে মিরাজ বেপারীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ৯৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মিরাজ জানায়, সে দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবার চালান সংগ্রহ করে গৌরনদীসহ অন্যান্য উপজেলায় বিক্রি করে আসছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আটককৃত মাদক সম্রাট মিরাজ গৌরনদী থানা পুলিশকে মাসোয়ারা দিয়ে প্রকাশ্যেই মাদক বিক্রি করে আসছিলো।
×