ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সার্টিফায়েড সফ্টওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং

প্রকাশিত: ০৭:১৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

সার্টিফায়েড সফ্টওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং

প্রতিবেশী রাষ্ট্র ভারত সফ্টওয়্যার ডেভলপমেন্টের ক্ষেত্রে সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। প্রতি বছর সফ্টওয়্যার রফতানি করে বিলিয়ন ডলার আয় করছে। বর্তমানে বাংলাদেশেও বেশ কিছু সফ্টওয়্যার প্রতিষ্ঠান রফতানি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সফ্টওয়্যার শিল্পের বিকাশ ও রফতানির ক্ষেত্রে সাফল্যের ভিত্তি হচ্ছে মানসম্পন্ন বা কোয়ালিটি সফ্টওয়্যার ডেভেলাপমেন্টের বিশেষ দক্ষতা। একটি সফ্টওয়্যার ডেভেলপ করার পর তার মান যাচাইয়ের জন্য সফ্টওয়্যার টেস্টিং করতে হয়। সফ্টওয়্যার টেস্টিংয়ের মূল উদ্দেশ্য হলো সফ্টওয়্যারটির কার্যকারিতা যাচাই, মানের উন্নয়ন করা ও ব্যবহারের উপযোগিতা বাড়ানো। ভারতসহ পৃথিবীর সব উন্নত দেশেই সফ্টওয়্যার ডেভেলপমেন্টের পর অভিজ্ঞ সফ্টওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের মাধ্যমে টেস্টিংয়ের পর সফ্টওয়্যারটির মান সম্পর্কে নিশ্চিত হলে তবেই তা বাজারজাত বা রফতানি করা হয়। প্রতিটি ধাপে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের জন্য বাংলাদেশের সফ্টওয়্যার প্রতিষ্ঠানগুলোকেও সফটওয়্যার টেস্টিংয়ে আরও গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোতে সফ্টওয়্যারর মানের নিশ্চয়তার জন্য সার্টিফায়েড টেস্টারদের সফ্টওয়্যার টেস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে ইন্টারন্যাশনাল সফ্টওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ড (আইএসটিকিউবি) এর সফ্টওয়্যার টেস্টিং সার্টিফিকেট প্রাপ্তদের সার্টিফায়েড সফ্টওয়্যার টেস্টার ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য করা হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্স ভিত্তিক ইন্টারন্যাশনাল সফ্টওয়্যার টেস্টিং বোর্ড সফ্টওয়্যার টেস্টিংয়ে ‘আই এস টি কিউ বি সার্টিফায়েড ফাউন্ডেশন লেভেল (সিটি এফ এল)’ ও ‘আই এস টি কিউ বি সার্টিফায়েড টেস্টার এডভান্স্ড লেভেল’ এবং ‘সার্টিফায়েড টেস্টার এক্সপার্ট লেভেল’ কোর্স প্রবর্তন করে উত্তীর্ণদের সার্টিফায়েড টেস্টারের সার্টিফিকেট প্রদান করে যা আন্তর্জাতিক বাজারে অনেক দিন ধরেই স্বীকৃতি পেয়ে আসছে। বর্তমানে সারা পৃথিবীতে এ ধরনের সাত লক্ষাধিক সার্টিফায়েড এবং শুধুমাত্র ভারতের সার্টিফায়েড সফটওয়্যার প্রফেশনালের সংখ্যা প্রায় ১০০০০০। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশে সফ্টওয়্যার অঙ্গনে মাত্র ৪৭ জন সার্টিফায়েড সফ্টওয়্যার প্রফেশনাল টেস্টার আছে। ভারতের যেসব সফ্টওয়্যার প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে সফ্টওয়্যার কার্যক্রম পরিচালনা করছে সেই সব দেশের সফ্টওয়্যার প্রতিষ্ঠানগুলোর সুপারিশ থাকে যে তাদের জন্য ভারতে যে সফ্টওয়্যারগুলো তৈরি হচ্ছে সেগুলোর মান যেন সার্টিফায়েড সফ্টওয়্যার টেস্টিং প্রফেশনালদের মাধ্যমে যাচাইয়ের পর পাঠানো হয়। ভারতের সাফল্য থেকে শিক্ষা নিয়ে যদি বাংলাদেশের যে সব সফ্টওয়্যার প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে সফ্টওয়্যার রফতানি করছেন তারা যদি তাদের প্রতিষ্ঠানে সার্টিফায়েড সফ্টওয়্যার টেস্টিং প্রফেশনাল বা ইঞ্জিনিয়ার অন্তর্ভুক্ত করতে পারেন তবে বিদেশে তাদের ডেভেলপ করা সফ্টওয়্যারের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। এর ফলে সফ্টওয়্যার রফতানির পরিমাণও বাড়বে। আন্তর্জাতিক মানসম্পন্ন সফ্টওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং বোর্ডের অধিভুক্ত ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি আগামী ৮ অক্টোবর থেকে ২ মাসব্যাপী প্রশিক্ষণের অয়োজন করেছে। কোর্স শেষে ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোয়ালিটি ইনস্টিটিউট (িি.িরংয়র.ড়ৎম), জার্মানি কর্তৃক আয়োজিত পরীক্ষার মাধ্যমে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ড কর্তৃক সার্টিফিকেট অর্জন করা যাবে। প্রশিক্ষণ প্রদান করবেন আইএসটিকিউবি সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার। দেশের বিভিন্ন সফ্টওয়্যার প্রতিষ্ঠানের সফ্টওয়্যার ডেভেলপার এবং সফ্টওয়্যার টেস্টিং ও কোয়ালিটি মেইন্টেনেন্সের সঙ্গে জড়িত ও সংশ্লিষ্ট বিষয়ের ফ্রেস গ্র্যাজুয়েটরা এবং যারা সফটওয়্যার টেস্টিংকে পেশা হিসেবে নিতে চায়, তারা এ কোর্সে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০১৭। বিস্তারিত : ০১৭১৩-৪৯৩১৬৬, ৯১১৭২০৫। হাবিবুর রহমান
×