ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ নিহত ৬, আহত ৬

প্রকাশিত: ০২:১২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ নিহত ৬, আহত ৬

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে শিশুসহ ৫ জন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। আশংকাজনক অবস্থায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার রাজারামপুর ইউনিয়নে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বজ্রপাতে এ ঘটনাটি ঘটে। অপরদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে শনিবার ভোরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের পুর্বরাজারামপুর গ্রামের নারী-পুরুষের একটি শ্রমিকের দল ধান ক্ষেতের আগাছা পরিষ্কারের কাজ করছিল। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টি শুরু হলে, শ্রমিকরা পাশের একটি মেশিন ঘরে আশ্রয় নেয়। বজ্রপাতে সেখানে ১১ জন শ্রমিক গুরুত্বর আহত হয়। আহতরা হলেন, মুক্তিরানী, নব কিশোর রায় (১৫), বনিতা রাণী রায় (৩৫), ললিতা বালা (৩৫), মুক্তিবালা (৪৫) শুকুমার রায় (৪০) ও মল্লিাক রায় (১২), জিয়উর রহমান (৩৮), মেসের আলী (৩২), শুকু উদ্দিন (৩৩) ও রফিকুল (৪২)। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় উপজেলার ১২ নং রাজারামপুর ইউপি’র পূবগ্রামের উপেন্দ্র নাথ রায়ের ছেলে নব কিশোর রায় (১৪), স্ত্রী মুক্তি রানী (৪৭) ও প্রদীপ চন্দ্র রায়ের স্ত্রী বনিতা রাণী রায়, এবং দিনাজপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মেসের আলী ও মৃত গোলাম মোস্তফার ছেলে শুকু উদ্দিন মারা যায়। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, উপজেলার চকরামপুর গ্রামে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন (৩০) ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ভোরে বৃষ্টির সময় বাড়ির আঙিনায় রান্নার চুলা ঢাকার জন্য ঘর থেকে বের হন হালিমা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
×