ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৫:৫১, ২৩ সেপ্টেম্বর ২০১৭

জানা-অজানা

*ইংরেজী বর্ণমালায় সর্বাধিক ব্যবহার করা বর্ণ হলো ‘ঊ’ এবং সবচেয়ে কম ব্যবহার করা বর্ণ হলো ‘ছ’ *প্রাচীনকালে মিসরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো। কারণ, সেখানে কাঠের স্বল্পতা ছিল, কিন্তু মমির কোন স্বল্পতা ছিল না। *এ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কত মোটা জানো? ৩ মাইল। *তোমরা কি জানো, ফ্রেন্স ফ্রাইের প্রচলন ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে। *আফ্রিকান সিসাডা মাছি (পরপধফধ ভষু) ১৭ বছর ঘুমিয়ে কাটায়। ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁচে থাকে। সেই সময়ে এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহণ। *একটি মৌমাছির ঝাঁকে ৩০ হাজার পর্যন্ত মৌমাছি থাকে। *চোখ খোলা রেখে হাঁচি দেয়া অসম্ভব। *পশুদের মধ্যে জিরাফের জিহ্বা সবচেয়ে লম্বা। *২০১৬ সালে জার্মানির ভল্ফেনব্যুটেল শহরের একটি মুরগি সবচেয়ে বড় ডিম পেড়ে বিশ্বরেকর্ড গড়েছে। ডিমটির ওজন ছিল ২০৯ গ্রাম! এর আগে আর কোথাও মুরগি এত বড় ডিম পাড়েনি। *ডিম ভয় পায় এমন ব্যক্তিদের মধ্য বিশ্বখ্যাত তারকাও রয়েছে। হলিউডের বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচককও ডিম ভয় পেতো। ল্গজানো বন্ধুরা, প্রাচীনকালে রোমের মানুষ ভাগ্য জানতে ডিমের শরণাপন্ন হতো। *গন চীনারা সবচেয়ে বেশি মুরগির ডিম খায়। উম্মে হাবিবা অহনা নয়ামাটি (পাগলা) উচ্চ বিদ্যালয় শ্রেণী-৭ম
×