ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্রেনেজ ব্যবস্থার সঙ্কটই ঢাকার জলজটের কারণ

প্রকাশিত: ০৫:১২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ড্রেনেজ ব্যবস্থার সঙ্কটই ঢাকার জলজটের কারণ

স্টাফ রিপোর্টার ॥ গেল শীতের পর চলতি বর্ষাতেও ঘটেছে দীর্ঘদিনের রীতির ব্যত্যয়। দেখা দিয়েছে অস্বাভাবিকতা। আষাঢ়ের পর শ্রাবণেও টানা নয় বরং হঠাৎ হঠাৎ দেখা মিলছে বৃষ্টির। আবার বৃষ্টি যখন শুরু হচ্ছে তখন হচ্ছে মুষলধারে। অল্প সময়ের বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নগর। তবে রাজধানী ও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার জন্য আবহাওয়ার এই অপরিচিত আচরণই দায়ী নাকি অন্য কোন কারণ আছে তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। অনেকে মনে করছেন, বৃষ্টির অস্বাভাবিকতা নয়, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার সঙ্কটই এর কারণ। আবহাওয়ার এমন আচরণের বিষয়ে জানতে চাইলে দীর্ঘদিন আবহাওয়া অধিদফতরে পরিচালকের দায়িত্ব পালন করা মোঃ শাহ আলম বলেন, ‘এবার বৃষ্টি বেশি হচ্ছে। তবে ক্লাইমেট চেঞ্জের (জলবায়ু পরিবর্তন) কারণে ভেরিএ্যাবিলিটি (বিচ্যুতি) বেড়ে যায়। যে সিস্টেমে বর্ষাকালটা ছিল সেটা এখন আর নেই। আগে বর্ষাকাল আসত, প্রায় দিনই বৃষ্টি হতো। টানা তিন-চার দিন ধরেও বৃষ্টি হতো। এখন বৃষ্টি হয় না, আবার হয়ে গেলে অনেক হয়ে যায়।’ গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীতে ৩ ঘণ্টায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর আগে ২৬ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়। ওই দু’দিনই ঢাকার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছিল। আবহাওয়া অধিদফতরের সাবেক পরিচালক বলেন, গত বৃহস্পতিবার ‘ক্লাউড ব্লাস্ট’ হওয়ায় অল্প সময়ে ঢাকায় এত বৃষ্টি হয়েছে। এক্ষেত্রে মেঘ যখন নিচে নেমে আসে, দুই দিকে দুটি সিস্টেম একত্রিত হয় তখন ‘ক্লাউড ব্লাস্ট’ হয়ে নিচের দিকে পড়ে যায়। মেঘ তো পানি, বড় বড় ফোঁটাসহ পানি নিচে চলে আসে। যতক্ষণ পর্যন্ত না এটা শেষ হয় বৃষ্টি হতেই থাকে। এমন যে দু’এক বছর হয় না, তা নয়। তিনি আরও বলেন, ‘এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ড্রেনেজ ব্যবস্থায় সমস্যা রয়েছে, এটাও অস্বীকার করার উপায় নেই।’ গত পৌষ-মাঘে দেশে সেভাবে শীতের দেখা মেলেনি। রাজধানীতে তো রীতিমতো শীতের খরা গেছে। আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ‘এবার তুলনামূলক বৃষ্টি বেশি হচ্ছে। এখন দেখা যাচ্ছে এক বা দেড় ঘণ্টায় অনেক বৃষ্টি হচ্ছে। এতে পানি সরতে সময় লাগছে।’ রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কবরস্থান রোডের বাসিন্দা মোঃ ইসমাইল শনিবার সকালে বলেন, ‘গত ২৬ জুলাইয়ের পর রাস্তাটা এখনও পানির নিচে। এ বারের মতো বৃষ্টি তো আর দেখিনি। আমি তো এ এলাকায় আট বছর ধরে আছি।’ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জুলাই মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩২ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকায় প্রায় ৫০ শতাংশ, চট্টগ্রামে ৪৬ দশমিক ৩ শতাংশ, খুলনায় ৫৯ দশমিক ৪ শতাংশ, বরিশালে ৪০ দশমিক ২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে এ সময়ে রংপুরে স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ ও সিলেটে ৬ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
×