ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর বেশিরভাগ সড়কেরই বেহাল দশা

প্রকাশিত: ০৫:১২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীর বেশিরভাগ সড়কেরই বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বেশির ভাগ সড়কেরই এখন বেহাল দশা। ফলে দেখা দিয়েছে নতুন ভোগান্তি। আর বনশ্রী, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়াসহ কয়েকটি এলাকার ভাঙ্গাচোরা রাস্তা তো রোজকার আতঙ্কের নাম। গেল কয়েকদিনের বৃষ্টি, যা বাড়িয়েছে বহুগুণ। যানবাহন সেটা হালকাই হোক কিংবা ভারি- বিকল্প থাকলে হয়তো কেউই এই রাস্তা মাড়াতে চাইতেন না। কিন্তু তা নেই বলেই- এই বুঝি উল্টালো- এমন শঙ্কা নিয়ে প্রতিদিন রাজধানীর বনশ্রীবাসী এই রাস্তায় যাতায়াত করছেন। রামপুরা ব্রিজ থেকে মেরাদিয়া পর্যন্ত রাস্তাটির দশাকে বেহাল বললেও কমই বলা হয়। ভাঙ্গাচোরা রাস্তায় খানা-খন্দের কোন কমতি নেই। বর্ষায় কাদা-পানি ও শুষ্ক মৌসুমে ধুলোবালি। যানজটও ছাড়িয়েছে সহনীয় মাত্রা। আর গাড়ি উল্টে দুর্ঘটনা তো নিত্যদিনের। হাইকোর্টের নির্দেশনা আছে কোন ভারি যানবাহন এই রাস্তায় চলবে না। কিন্তু কে শোনে কার কথা! আর এই অবস্থা তদারকি করার কথা যাদের, তাদের উদাসীনতাও বনশ্রীবাসীর দুর্ভোগের মতোই সীমাহীন। গত ছয় মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর আরেক প্রান্তে মিরপুরের বাসিন্দারা। মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হওয়ায়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পল্লবী পর্যন্ত যানজট বেড়েছে কয়েকগুণ। সেবাসংস্থার লাইনগুলো মাটির নিচ দিয়ে নেয়ায় রাস্তার প্রায় অর্ধেক কেটে ফেলা হয়েছে। ফলে সরু রাস্তায় চলতে হচ্ছে যানবাহনগুলোকে।
×