ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইসক্রিম বিক্রেতা গোপাল

প্রকাশিত: ০৫:০৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

আইসক্রিম বিক্রেতা গোপাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে গাড়ি পেয়ে তার সাহায্যে আইসক্রিম বিক্রি করে ভালভাবে চলছে তার সংসার। সকলের ‘প্রিয় ফেরিওয়ালা আমাদের গোপাল দা’ নামে একটি ফেসবুক গ্রুপের ৩শ’ বন্ধু তহবিল সংগ্রহ করে গোপাল দার জন্য কিনে দিয়েছেন অত্যাধুনিক একটি আইসক্রিম গাড়ি। সদিচ্ছা থাকলে অনেক কঠিনতম কাজও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সহজেই করা সম্ভব যার একটি অন্যতম উদাহরণ তৈরি করেছে মাগুরার এই ফেসবুক গ্রুপটি। মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালি গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র বিশ্বাস দীর্ঘ ৫০ বছর ধরে মাগুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাঁধে ভারি কাঠের বাক্স নিয়ে আইসক্রিম বিক্রি করে আসছিলেন। সেই ছোটবেলা থেকে যারা তার কাছ থেকে আইসক্রিম কিনে খেয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপ তৈরি করে তার জন্য তহবিল সংগ্রহ করেন। লক্ষাধিক টাকায় তৈরি আইসক্রিম গাড়িটি ২০১৫ অক্টোবর মাসে হস্তান্তর করা হয়। সেই সময় থেকে গোপাল চন্দ্র এই গাড়িতে করে আইক্রিম বিক্রি করছেন। প্রতিদিন আয় হচ্ছে ৪শ’ টাকা। যা দিয়ে তার ৪ সদস্যের সংসার ভালভাবে চলছে। গোপাল বিশ্বাস বলেন, ২০ বছর বয়স থেকেই কাঠের বাক্সে আইসক্রিম বিক্রি করছি। স্বপ্ন ছিল একটি ভাল গাড়িতে করে অইসক্রিম বিক্রি করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। সদিচ্ছা থাকলে অনেক কঠিনতম কাজও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সহজেই করা সম্ভব যার একটি অন্যতম উদাহরণ তৈরি করেছে মাগুরার এই ফেসবুক গ্রুপটি। সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×