ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুটির দিনেও সচল দিনাজপুরের হিলি স্থলবন্দর

প্রকাশিত: ২১:৪৯, ২২ সেপ্টেম্বর ২০১৭

ছুটির দিনেও সচল দিনাজপুরের হিলি স্থলবন্দর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সাপ্তাহিক ছুটির দিনেও সচল ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দর। ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এবং দেশের বাজারে চাল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্রবার ছুটির দিনও হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব রকম কার্যক্রম পুরোদমে চালু ছিল। শুক্রবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এর আগে বন্দরের ভেতর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে ফিরে যায়। বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। এ কারণে সেই সময়ের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শুক্রবারও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি খোলা রাখার জন্য ভারতীয় রফতানিকারকরা চিঠি দিয়েছে। তাদের অনুরোধে বন্দর খোলা রাখা হয়েছে।
×