ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ্যাশেজে রুটকে প্রধান টার্গেট করে পরিকল্পনা করবে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১৯:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৭

অ্যাশেজে রুটকে প্রধান টার্গেট করে পরিকল্পনা করবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক ॥ আসন্ন অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় ইংল্যান্ডের অধিনায়ক জো রুট প্রধান টার্গেট থাকবে বলে মনে করেন দেশটির সাবেক দলপতি এন্ড্রু স্ট্রাউস। তিনি বলেন, তারা জানে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় রুট। তাকে দ্রুত ফেরাতে পারলেই সিরিজে ভালো ফল পাবে অস্ট্রেলিয়া। তাই রুটকে প্রধান টার্গেট করে নিজেদের পরিকল্পনা করবে অসিরা। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। ঐ সিরিজকে সামনে ইতোমধ্যে দুদল প্রস্তুত হচ্ছে। অ্যাশেজের চিন্তা মাথায় রেখেই যেকোন সিরিজে খেলতে নামছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে অ্যাশেজকে নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় রুটও রয়েছে বলে জানান স্ট্রাউস। ২০১০-২০১১ মৌসুমে অ্যাশেজ জয়ী অধিনায়ক স্ট্রাউস বলেন, বর্তমানে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান রুট। প্রায় প্রতিটি ম্যাচেই দলের জন্য বড় ইনিংস খেলে সহায়তা করছে সে। তাই অ্যাশেজ সিরিজে রুটকেই প্রধান টার্গেট করবে অস্ট্রেলিয়া। এতে কোন সন্দেহ নেই। রুটের বিপক্ষে সফল হলেই পুরো সিরিজে আধিপত্য বিস্তার করে খেলতে পারে অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের দায়িত্ব পান রুট। এরপর রুটের নেতৃত্বে দুটি টেস্ট সিরিজে অংশ নেয় ইংলিশরা। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সিরিজই জিতে নেয় প্রোটিয়ারা। তাই রুটের অধিনায়কত্বের প্রশংসা করেছেন স্ট্রাউস, গত দুটি সিরিজে দুর্দান্ত অধিনায়কত্ব করেছে সে। রুট আমাদের সেরা ব্যাটসম্যানরা। কিন্তু অধিনায়ক হবার কারণে তার ব্যাটিং-এ কোন প্রভাব পড়েনি। অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমান করছে সে। আশা করি অধিনায়ক হিসেবে আরও সাফল্য পাবে রুট। অ্যাশেজের সূচি : তারিখ ম্যাচ ভেন্যু ২৩-২৭ নভেম্বর ২০১৭ প্রথম টেস্ট ব্রিসবেন ২-৬ ডিসেম্বর ২০১৭ দ্বিতীয় টেস্ট অ্যাডিলেড ১৪-১৮ ডিসেম্বর তৃতীয় টেস্ট পার্থ ২৫-২৯ ডিসেম্বর চতুর্থ টেস্ট মেলবোর্ন ৩-৭ জানুয়ারি পঞ্চম টেস্ট সিডনি
×