ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৩৪, ২২ সেপ্টেম্বর ২০১৭

কবিতা

এক মহা শান্তিমাতা আসাদ মান্নান যেখানে আঁধার নামে সেখানেই তিনি আলো হাতে মৃত্যুকে উপেক্ষা করে ছুটে যান জীবন বাঁচাতে; এতটা হৃদয় খুঁড়ে কে বা আর হতো জনে জনে পরান উজাড় করে ভালোবেসে মায়ার বাঁধনে জড়িয়ে আপন বুকে উড়াবেন মানবপতাকা! মহামতি জনকের রক্ত দিয়ে স্বপ্ন দিয়ে আঁকা সবুজের মানচিত্রে তিন এক মহা শান্তিমাতা, উপরে মহান প্রভু নিচে যিনি বিপন্নের ত্রাতা: রোহিঙ্গা শিশুর রক্তে গুলিবিদ্ধ মানবতা ভাসে শরণার্থী সভ্যতাকে নগ্ন করে অন্ধকার আসে: অবাক দু’চোখে তাঁর বেদনার অশ্রুধারা নামে, এ আসলে অশ্রু নয় ... শান্তিঅস্ত্র ... কেনা চড়া দামে: কে বলে রোহিঙ্গা ওরা! ওরা ভাই আমার সন্তান! দানবের কণ্ঠ ছিড়ে আনতে হবে মানবের গান। বাঙালীর গর্ব যিনি দেশরতœ মানবী হাসিনা মানব মুক্তির যুদ্ধে তিনি ছাড়া আমরা বাঁচি না! ** রোদপোড়া বারুদের গন্ধে মাতাল সুজন হাজারী দেশলাই খুললে অসহিষ্ণু রোদ পোড়া বারুদের গন্ধ সিথানে পৈতানে তেজষ্ক্রিয় দাহ্যের বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকা- আগুনে জ্বলে পুড়ে ছারখার সারাগ্রাম শহর। অবোধ শিশু বোবা মেয়েটি ধর্ষণের চিৎকারে সজ্জন পড়শিরা ছুটছে উদ্ধারে পুলিশ পলাতক ধর্ষকের নজরদারিতে নেতার প্রশ্রয়ে ঘটনা রহস্যাবৃত। অন্যখাতে হিমঘরে ধামাচাপা বরফের স্তূপ অপরাধীর চূড়ান্ত শাস্তি দল থেকে বহিষ্কার। বিস্ফোরিত বারুদের গন্ধে রুদ্ধ শ্বাস প্রশ্বাস সভ্যতা বিরোধী অশিষ্ট কামোন্মাদে পশু বায়ূকল রোদজ্বলা বিস্ফোরক বারুদে ধোঁয়াচ্ছন্ন আকাশ বাতাসে ধোঁয়াটে গন্ধ। দিন বদলে নারীমুক্তি অসেনি নারীর ক্ষমতায়নে নারী নাজেহাল যৌন নির্যাতনে ধর্ষিতা আত্মজার গর্ভে সন্তানের পিতা বাপজান। ছি! ছি! একি লজ্জা অপবাদ লোকলজ্জায় রোদেরা নিষ্প্রভ নির্বিকার পুলিশ ধর্ষকের পিছে হয়রান তরুণীর লাশ উদ্ধার শেষে মর্গে পাঠিয়ে খালাস তদন্ত রিপোর্টে আলামত গায়েব। পর্দার অন্তরালে তথাকথিত দু’কবি নিশ্চুপ নিরাপোদ্রুপে বে সান বাথে পোড়ে বারুদের গন্ধে মাতাল ত্রিভুবন।
×