ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছবির-গল্প

প্রকাশিত: ০৫:৫৬, ২২ সেপ্টেম্বর ২০১৭

ছবির-গল্প

চেহারা দেখিয়েই মূল্য পরিশোধ! পকেটে টাকা বা কার্ড না থাকলেও ক্ষতি নেই, চেহারা দেখিয়েই খাবারের মূল্য পরিশোধ করা যাবে। চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার ফেসিয়াল রিকগনিশন পেমেন্ট পদ্ধতি ‘স্মাইল টু পে’ কাজে লাগিয়ে এমনটি করা যাবে। রেস্তোরাঁয় থাকা ত্রিমাত্রিক ক্যামেরার সামনে দাঁড়ালেই দুই সেকেন্ডের মধ্যে ক্রেতার চেহারা স্ক্যান করে পরিচয় শনাক্ত করবে। এরপর ফোন নম্বর দিলেই ক্রেতার এ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ হবে। চীনের হাংঝো শহরের কেএফসি রেস্তোরাঁয় এমনটি করা যাবে। সূত্র : বিবিসি
×