ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোঁটাযুক্ত অদ্ভুত ডিম!

প্রকাশিত: ০৫:৪৯, ২২ সেপ্টেম্বর ২০১৭

বোঁটাযুক্ত অদ্ভুত ডিম!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাধারণত যে কোন ফলের সঙ্গে থাকে বেঁাঁটা। তাই বলে ডিমে বোঁটা! এমনটি হয় কখনও? অবিশ^াস্য বটে! তবে এবার এক মুরগি পেড়েছে বোঁটাওয়ালা ডিম। এ নিয়ে রীতিমতো হুলস্থূল কা- ঘটেছে রাজশাহী তানোর উপজেলার মু-ুমালা এলাকায়। বোঁটাযুক্ত এ ডিম দেখতে মানুষের ভিড় জমছে। এ নিয়ে মু-ুমালা এলাকার মাসুদ সরকারের বাড়িতে মানুষ আসছেন আজব এ ডিম দেখতে। ডিম দেখে অবাক হচ্ছেন সবাই। মুরগির মালিক মাসুদ সরকার জানান, সোমবার হাট থেকে ২৭০ টাকা দিয়ে তিনি দেশীয় জাতের একটি মুরগি কেনেন। বাড়িতে পোষার জন্য মুরগিটি কেনা তার। পরের দিনই মুরগিটি একটি ডিম পাড়ে। সকালে ডিম দেখে তো বাড়ির মানুষের চোখ কপালে। ডিমের সঙ্গে এক আঙ্গুল লম্বা বোঁটা। তিনি আরও জানান, সংবাদটি ছড়িয়ে পড়া মাত্রই আশপাশের মানুষ বাড়িতে ভিড় জমাতে থাকে। দেখা যায়, ডিমটি অপেক্ষাকৃত বড়। অনেকটা সফেদা ফলের মতো দেখতে ডিমের ওপরের দিকে গোলাকার চ্যাপ্টা। সেখান থেকে বোঁটার উৎপত্তি। বোঁটাটিও দেখে মনে হবে কোন গাছ থেকে পাড়া হয়েছে এ ডিম। অনেকে এ আকৃতির ডিমকে অবিশ^াস্য বললেও দেখার পর অবাক হচ্ছেন। মাসুদ সরকার ডিমটি তার ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন। মুরগিটি এরপর আর ডিমও দেয়নি।
×