ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হারার ইতিহাস নেই আওয়ামী লীগের ॥ মতিয়া চৌধুরী

ষড়যন্ত্রের মাধ্যমে ভুল খবর ছাপিয়ে চালের দাম বাড়ানো হয়েছে

প্রকাশিত: ০৫:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

ষড়যন্ত্রের মাধ্যমে ভুল খবর ছাপিয়ে চালের দাম বাড়ানো হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দুটি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশে রোহিঙ্গাদের ঢল নামে। রোহিঙ্গা সঙ্কটের সমাধান কূটনৈতিকভাবেই হবে। তবে এখন অনেকেই নানাভাবে পরামর্শ দিচ্ছেন। তাদের সময়েও রোহিঙ্গা এসেছে। তারা কিন্তু কিছু করেনি। তিনি বলেন, আউশের ফলন গত বছরের চেয়ে ৫ লাখ টন বেশি হয়েছে। তেমন কোন বালামছিবত না হলে আমনের ফলনও কৃষক ঘরে তুলবে। বন্যার আগে অবশ্য আমরা চাল রফতানি করতাম। এখন চাল আমদানি করতে হচ্ছে। হঠাৎ ষড়যন্ত্রের মাধ্যমে একটি খবর ছাপানো হলো। সিল স্বাক্ষর বিহীন ওই কাগজ দেখেই ভারত চাল রফতানি করবে না বলে খবর ছড়িয়ে দেয়া হলো। পরবর্তীতে অবশ্য প্রমাণ হয়েছে খবরটি ভুল। খারাপ ঘটনা ঘটলেই তো আপনি নিউজ করবেন। যেটা ঘটেনি সেটা তো খবর নয়। সেটা আপনার কল্পনা। অথবা আপনার দুরভিসন্ধিমূলক কোন উদ্দেশ্য। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপরাজেয় বাংলা আয়োজিত ‘দেশী-বিদেশী কুচক্রী মহলের ষড়যন্ত্র এবং অবৈধ পন্থায় সরকার পতনের অপচেষ্টায় লিপ্ত সকল গণশত্রুদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গঠিত হওয়ার পর সাময়িকভাবে থমকে যাওয়ার ইতিহাস আছে, হারার ইতিহাস নেই। ২১ আগস্টের ঘটনা প্রসঙ্গে খালেদা বলেছিলÑ ওনি (শেখ হাসিনা) ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে। ওই ঘটনা নিয়ে সংসদেও আলোচনা হতে দেননি তিনি। খালেদা জানে না গ্রেনেডের ওজন কত। সদ্যক্ষমতা ছাড়ার পরও ওয়ান এলিভেনের সময় প্রথমে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনাকে গ্রেফতারের পর কেবল ঢাকা শহরে মাত্র ৭ দিনে ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। এরপর অনেকেই বুঝতে সক্ষম হয়েছে আওয়ামী লীগকে সহজে ধ্বংস করা যাবে না। তিনি বলেন, হাসিনা সরকারের কর্মকা- কিন্তু নিম্নমুখী নয়; উর্ধমুখী। বিএনপি যখন বুঝতে পারল আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করতে পারবে না তখন টানা ৯২ দিন আগুন সন্ত্রাসে লিপ্ত হলো। কোকোর মৃত্যুতে তার বড় ভাই তারেক রহমান কিন্তু জানাজাতেও অংশ নেয়নি। শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারকে দেখতে গেলেন, তাকেও বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। খালেদা ভেবেছিলেন- এসব করে তিনি ক্ষমতা দখল করবেন। তাকে কেউ চেয়ারে বসিয়ে দেবে। তিনি আরও বলেন, খালেদা বিদেশে গেলেন। বললেন ১৫ তারিখ আসবেন। তিনি এখনও আসেননি। কবে আসবেন কেউ জানে না। এখন বলছেন ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট পেলে আসবেন। আরে, বিদেশের ডাক্তাররা তো গলির মোড়ের ডাক্তার নয় যে তারা এ্যাপয়েন্টমেন্ট দিয়ে রোগী দেখবেন না। আপনার অন্য কিছু স্বপ্ন ছিল, সেটা ঘটেনি। তাই ডাক্তারের এ্যাপয়েন্টমেন্টও মেলেনি। এখন হয়তো তিনি অন্য কিছুর জন্য অপেক্ষা করছেন। বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের যখন কূটনৈতিকভাবে ফিরিয়ে দিতে পারব বলে প্রত্যাশা করতে পারছি তখনও ষড়যন্ত্র থেমে নেই। সেই অবস্থায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেউ কেউ। দেশের সমস্ত মানুষ যখন এই ইস্যুতে একতাবদ্ধ তখন বিএনপি ‘আলোচনার’ কথা বলছে। কোন ইস্যুতেই তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না। তিনি বলেন, সমস্ত জাতি যখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখনও ষড়যন্ত্র থেমে নেই। বিচার বিভাগে কিভাবে একটা ক্যু করা যায়, সেই চিন্তাও করেছিল অনেকেই। বিচার বিভাগের ঘাড়ে পা রেখেও তারা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। তারা সুগভীর প্রক্রিয়ায় লিপ্ত। এদের বিরুদ্ধে আমাদের অতন্দ্রপ্রহরীর মতো সজাগ থাকতে হবে।
×