ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১৫

প্রকাশিত: ০৪:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৭

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় মুকুল হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল মেকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান। এছাড়াও একই দিন দুপুরে কুষ্টিয়া- মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার মশান কালুগাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ঘটনার দিন বেলা ১১টার দিকে মোটরসাইকেল যোগে মুকুল হোসেন দৌলতপুর উপজেলার ভাগজোত এলাকা থেকে ডাংমড়কা যাওয়ার পথে মহিষকুন্ডি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। দৌলতপুর হাসপাতালে কোন ডাক্তার না থাকায় তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার মুকুল হোসেনকে বিকেলে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। নিহত মুকুল হোসেন বাগুয়ান গ্রামের ছেরমত আলীর ছেলে। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া- মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার মশান কালুগাড়া নামক স্থানে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেরল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×