ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

প্রকাশিত: ০২:২৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন হয়েছে। মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্বিচারে নির্যাতন, গণহত্যা, ধর্ষন ও বাড়ীঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে। উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম সিরাজদিখান শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে এই মানববন্ধন হয়। সংগঠনটির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন উপজেলার বিভিন্ন মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষ। প্রায় ঘন্টাব্যাপী মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী মাহবুবুর রহমান জিয়া, সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মুফতী সাইদুর রহমান, জেলা যুগ্ম মহাসচিব মাওলানা জিয়াউল হক কাশেমীসহ অন্যান্যরা। এসময় বক্তারা মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর এমন বর্বোরোচিত নির্যাতন, গণহত্যা, ধর্ষন ও বাড়ী ঘরে অগ্নি সংযোগের তীব্র নিন্দা ও প্রতবাদ জানিয়েছেন। এছাড়া অং সাং সূচীর কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবী জানান তারা।
×