ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জবিতে ছাত্র অপহরন করে মুক্তিপন আদায়

প্রকাশিত: ০২:২৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

জবিতে ছাত্র অপহরন করে মুক্তিপন আদায়

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তিপরীক্ষাকে কেন্দ্র করে এক ছাত্র অপহরনের শিকার হয়েছে। অপহরন চক্র ওই ছাত্রকে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটর সামনে থেকে ওই ছাত্রকে অপহরন করে ভর্তি বাণিজ্যের সাথে জড়িত ওই চক্র। পরে অপহরনকারী চক্র ১০ হাজার টাকা আদায় করে ওই ছাত্রকে ছেড়ে দেয়। কৌতয়ালি থানা পুলিশ এবং অপহরনের শিকার নাহিদ হোসেন ইমন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সোহাগ নামে তার এক প্রতিবেশি বন্ধুর সাথে যোগাযোগ করে নাহিদ বি ইউনিটে ভর্তির জন্য ঢাকা আসে বুধবার সকাল ৬টার দিকে। সোহাগ তাকে বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি করিয়ে দিতে পারবে বলে ম্যাসেনজারের মাধ্যমে যোগাযোগ করে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেকে আনে। পরে তাকে সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে অবস্থান করতে বলে। এই সময় হটাৎ করে অপহরনকারী চক্রের চার সদস্য দুইটি হোন্ডা নিয়ে তার সামনে হাজির হয়। এসময় নাহিদকে তারা দুই একটি কথা জিজ্ঞাসা করে তাকে ঢাকা মোট্রো ল-১১৪৪৬১ নামে এক হোন্ডাই তুলে নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট ও তার বন্ধু সিহাব নামের দুই সদস্য। পরে তাকে চোখ বেঁধে বিশ্ববিদ্যালয়ের নাজিম উদ্দিন হলে নিয়ে যায়। এতে তুর্য নামের এক শিক্ষার্থী তাদের সহযোগিতা করে। পরে নাহিদকে তারা বেদম মারপিট করতে থাকে। এসময় চক্রের অন্য সদস্য সজিব, নাহিদের বাবা নুরুল আমিনের কাছে মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। পরে তার বাবা মোবাইলে বিকাশ করে ১০ হাজার টাকা পাঠায়। টাকা হাতে পেয়ে নাহিদকে তারা একটি রিক্সায় তুলে দিয়ে কমলাপুর রেলস্টেশনে চলে যেতে বলে। কিন্তু নাহিদ পথিমধ্যে ওয়ারি থানায় হাজির হয়ে বিষয়টি এস আই নুর ইসলামকে জানায়। পরে ওই এস আই এর সহযোগিতায় নাহিদ নিরাপদে রাত ১২টার দিকে বাড়িতে পৌছায়। নাহিদ গাজিপুর জেলার কালিগঞ্জ থানার শালদিয়া গ্রামের বাসিন্দা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্রাট সমাজ বিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের ছাত্র। এবং সিহাব সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু।
×