ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সহযোগিতায় বিএসসি নার্সিং কোর্স চালু করা সম্ভব হয়েছে ॥ ডা. কামরুল হাসান খান

প্রকাশিত: ০২:০৯, ২১ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী সহযোগিতায় বিএসসি নার্সিং কোর্স চালু করা সম্ভব হয়েছে ॥ ডা. কামরুল হাসান খান

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এমসি নার্সিং কোর্স চালু ও প্রেস্ক্রাইবিং নার্স তৈরির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং কোর্স চালু করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নার্সদের প্রতি অত্যন্ত দরদী ও আন্তরিক বলেই নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়ার পাশাপাশি বেতনও বৃদ্ধি করেছেন। কর্মরত সকল নার্সদের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে মডেল ওয়ার্ড চালু করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট নার্সিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ‘ক্যাপিং সেরিমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়–য়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেঃ জেনাঃ মোঃ আব্দুল্লাহ-আল-হারুন। নার্সিং ডেভলপমেন্ট কমিটির সদস্য-সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম স্বাগত বক্তব্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও।
×