ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৪১৮ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ॥ ঝুঁকিপূর্ণ ১৭৮ মন্ডপ

প্রকাশিত: ২২:৪৪, ২১ সেপ্টেম্বর ২০১৭

মাদারীপুরে ৪১৮ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ॥ ঝুঁকিপূর্ণ ১৭৮ মন্ডপ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর জেলায় চলতি বছর ৪১৮ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মাদারীপুর সদরে ৬৭, শিবচরে ৬০, কালকিনিতে ৬১ এবং রাজৈরে ২৩০ মন্ডপে শারদীয়া দুর্গোৎসব মহা ধুমধামে অনুষ্ঠিত হবে। গত বছরের চেয়ে এ বছর ১৮মন্ডপ বৃদ্ধি পেয়েছে। জেলার ৪১৮ মন্ডপের মধ্যে ৯২ মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণসহ ১৭৮ মন্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে তিনস্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তার বিধান নিশ্চিত করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৫দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। এখন মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার জোর তৎপরতা। মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রাণতোষ মন্ডল বলেন,‘জেলার সবক‘টি পূজা মন্ডপের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে দিয়েছি। শারদীয়া উৎসব শান্তিপূর্ণ করতে আমরা প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছি।’ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বলেন,‘দুর্গোৎসবকে ঘিরে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মন্ডপগুলোয় প্রথমবারের মত সিসিটিভি‘র আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’
×