ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: ১৯:০২, ২১ সেপ্টেম্বর ২০১৭

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক ॥ মেক্সিকো-নিউজিল্যান্ডের পর এবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপ উপকূলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার সকাল ৫:৫৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাভা সমুদ্র তলদেশে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে লোকজনকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে, গতকাল মেক্সিকোতে রিখটার স্কেলে ৭.১ মাত্রার এবং নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অনেক প্রাণহানি ঘটেছে।
×