ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মারিয়ার তাণ্ডব ॥ বিদ্যুৎবিচ্ছিন্ন পুয়ের্তো রিকো

প্রকাশিত: ১৭:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৭

মারিয়ার তাণ্ডব ॥ বিদ্যুৎবিচ্ছিন্ন পুয়ের্তো রিকো

অনলাইন ডেস্ক ॥ হারিকেন মারিয়ার তাণ্ডবে পুয়ের্তো রিকো দ্বীপের পুরো অংশই বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দ্বীপে প্রায় ৩৫ লাখ মানুষের বসবাস। খবর বিবিসির। দুর্যোগ ব্যবস্থা দপ্তরের প্রধান আবনার গোমেজ জানিয়েছেন, পুয়ের্তো রিকোর ইলেক্ট্রিক পাওয়ার অথরিটির কোনো ভোক্তাদের বাড়ি-ঘরেই বিদ্যুৎ নেই। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, দ্বীপের কিছু অংশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মারিয়া দুর্বল হয়ে ক্যাটাগরি দুই মাত্রায় পুয়ের্তো রিকো থেকে সরে যাচ্ছে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চলের ডমিনিকা দ্বীপপুঞ্জে ৫ মাত্রায় শক্তিশালী বেগে আঘাত হানে মারিয়া। সোমবার হঠাৎ করে তীব্র বেগে আঘাত হানা মারিয়া দেশটিতে ব্যাপক ধ্বংসলীলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট। ডমিনিকা দ্বীপে মারিয়ার তাণ্ডবে এখন পর্যন্ত সাতজন প্রাণ হারিয়েছে। আবনার গোমেজ জানিয়েছেন, ‘আমরা যখন বাড়ি থেকে বের হতে পেরেছি তখন আমরা দেখলাম যে আমাদের দ্বীপটি লণ্ডভণ্ড হয়ে গেছে। হারিকেন মারিয়া সামনে যা পেয়েছে সব ধ্বংস করেছে।’ গভর্নর রোসেলো জানিয়েছেন, ‘ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। যে কোনো হারিকেনের চেয়ে আমরা বেশি শক্তিশালী। আমরা একত্রে আবারও উঠে দাঁড়াব।’ তিনি বুধবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ওই এলাকায় কারফিউ জারি করেছেন। ওই দ্বীপকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন।
×