ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বস্তি পরিষদের ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ চান ট্রাম্প

প্রকাশিত: ০৯:০৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

স্বস্তি পরিষদের ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ চান ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার প্রেসিডেন্টের এই আহ্বানের কথা জানিয়েছেন বলে বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পকে উদ্ধৃত করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ কথা বলেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে এক বক্তব্যে পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন। তা না করা হলে এটা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে, যা প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে গ্রাস করতে পারে এবং আমাদের সবার জন্যই হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি। পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন। মাইক পেন্স রাখাইনের সহিংসতা এবং এর ফলে সেখান থেকে লোকজনের পালিয়ে বাংলাদেশে যাওয়াকে ‘ঐতিহাসিক প্রস্থান’ বলেছেন। হাজার হাজার শিশুসহ রোহিঙ্গাদের জন্য এ ঘটনা ‘মহান দুঃখজনক’ বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
×