ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শারদীয় নাট্যোৎসব

প্রকাশিত: ০৬:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৭

শারদীয় নাট্যোৎসব

ইরানের কবি শেখ সাদী তার জীবনের একটা বড় সময় ধরে ছদ্মবেশে ভিস্তিওয়ালা হয়ে মরু তীর্থযাত্রী পিপাসার্ত মানুষের মুখে পানি তুলে দিয়েছেন। কাব্য সৃজনকালে সেই শেখ সাদী লিখলেন কাব্যগ্রন্থ গুলিস্তা তথা গোলাপ বাগান যার ঘ্রাণ চিরবহমান। উপমহাদেশের অভিনেত্রী কানন দেবী তার জীবনের অর্জিত উপার্জনের একটা বড় অংশ নিয়ে গড়ে তুললেন শিল্পী সংসদ যা দুস্থ শিল্পীকে সুস্থ করবে আর নিরন্ন শিল্পীর মুখে অন্ন যোগাবে। এই কানন দেবীই হলেন ফার্স্ট লেডি অফ বেঙ্গলি স্ক্রিন। বাংলাদেশের প্রধানতম অভিনেত্রী ফেরদৌসী মজুমদার অভিনেতা আলী যাকেরের মূল্যায়নে ফাস্ট লেডি অফ বাংলাদেশ থিয়েটার যিনি জ্ঞানত কোনদিন রিহার্সেলে অনুপস্থিত থাকেননি। সেই ফেরদৌসী মজুমদার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভ্যাট প্রত্যাহারের দাবিতে অচল ঢাকায় সময়মতো কোকিলারা নাটকের শোতে উপস্থিত হতে না পারলেও দর্শক হাঙ্গামা করেনি কিংবা টিকিটের অর্থ ফেরত নিয়ে বাড়িও ফেরেনি। অভিনেত্রীর আসার অপেক্ষায় দর্শক অপেক্ষা করেছেন, নাটক বিলম্বে শুরু সত্ত্বেও তা দেখলেন এবং প্রতিকূলতাকে জয় করবার জন্য অভিনন্দন জানিয়েছেন। ত্যাগ ছাড়া সৃজন নেই আর তেজ ছাড়া উদযাপন নেই। বাহ্যত এবং অন্তরাত্মায় কানন দেবী এবং ফেরদৌসী মজুমদার যেন সহস্র প্রতিকূলতার বিরুদ্ধে বিকশিত এবং প্রকাশিত হয়ে অনন্য দৃষ্টান্তের অধিকারী। সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিংহের স্মৃতি বিজড়িত বরদেশ্বরী কালীমাতা মন্দিরের গঙ্গাসাগর তটে, আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার অভিনেত্রী কানন দেবীর প্রতি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের পাঠাভিনয়ের মধ্য দিয়ে উদ্বোধন হচ্ছে পাঁচ দিনব্যাপী (২৬ থেকে ৩০ সেপ্টেম্বর) শারদীয় নাট্যোৎসব। নাট্যোৎসবে প্রথম দিনের পাঠাভিনয়ে দুই প্রজন্মের দুই লিজেন্ড অভিনেত্রীকে এক সুরে বাঁধতে নির্দেশনার কাজটি করছেন অভিনয় ঐতিহ্যের উত্তরাধিকারী এবং তারুণ্যদীপ্ত নির্দেশক ত্রপা মজুমদার। তিন প্রজন্মের সহাবস্থান উত্থাপিত হবে যে পাঠাভিনয়ে তাইই এবারের নাট্যোৎসবের প্রধানতম আকর্ষণ। আকর্ষণের ধারাবাহিকতায় রয়েছে স্বপ্নদল প্রযোজিত, জাহিদ রিপন নির্দেশিত, জুয়েনা শবনম অভিনীত নাটক হেলেন কেলার। অন্ধ-বধির এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূক থাকা সত্ত্বেও কিভাবে ত্রিশের অধিক দেশ পাড়ি দিয়ে, রবীন্দ্রনাথ-আইনস্টাইন-জন এফ কেনেডি-চার্লি চ্যাপলিনের মতো ব্যক্তিত্বদের সান্নিধ্য নিয়ে দেশে দেশে গড়ে তুললেন অন্ধ বধির ও মূকদের জন্য স্কুল এবং আশ্রয়স্থল তা জুয়েনা শবনমের মর্মস্পর্শী অভিনয়ে ফুটে উঠবে হেলেন কেলার এর নান্দনিক প্রযোজনায়। লোকনাট্য দল (বনানী) প্রযোজিত, কামরুন নূর চৌধুরী নির্দেশিত, তারিক আনাম খানের রুপান্তরে মঞ্চায়িত হবে নাটক কঞ্জুস। কৃপণের ধন পিপড়ায় না বরং পারিপার্শ্বিক আপন জনে কিভাবে কেড়ে নিতে চায় তা দেখা যাবে নাটক কঞ্জুসে। অনন্ত হীরার নির্দেশনায় প্রাঙ্গণেমোর মঞ্চায়ন করবে মাইকেল মধুসূদনের জীবন আশ্রয়ী নাটক ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’। আলিপুর দাতব্য হাসপাতালে অসুস্থ মাইকেলের অন্তিম মুহূর্তে মানসিক টানাপোড়েন নিয়ে নাটকটি। অনন্ত হিরার মাইকেল, রামিজ রাজুর বিদ্যাসাগর আর শুভেচ্ছার হেনরিয়েটা প্রত্যেক প্রত্যেককে ছাড়িয়ে যায়। অধঃপতিত জীবনকে ছাড়িয়ে আলোকোজ্জ্বল জীবন গড়ে তোলার নাটক অগ্নিবীণা প্রযোজিত কট্টু রাজ রচিত এবং লায়ন চিত্তরঞ্জন দাস নির্দেশিত নাটক ‘দূরাত্মা’। দস্যু বাল্মিকী যেমনিভাবে রতœাকর বাল্মিকীতে রূপান্তরিত হলেন তেমনিভাবে দূরাত্মা রূপান্তরিত হয় সুআত্মায়। আত্মা জুড়িয়া যাওয়ার মতো দৃষ্টিনন্দন গঙ্গাসাগর দীঘি, চারিপাশ জুড়ে গ্রামীণ মেলা, প্রত্যেক দিন সাংস্কৃতিক আয়োজন আর পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবকে ঘিরে বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণ এখন থেকেই উৎসবে মুখর। উৎসবের আহ্বায়ক এবং বরদেশ্বরী কালীমাতা মন্দিরের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সবিনয় নিবেদন, শারদীয় উৎসবে আসবেন, মেলা ঘুরবেন, নাটক দেখবেন আর কাটারীভোগ চালের খিচুড়ি খাবেন। সময় থাকলে বসে খাবেন, ব্যস্ততা থাকলে বাড়ির জন্য নিয়ে যাবেন। শারদীয় নাট্যোৎসবে সকলের প্রতি রইল সম্প্রদ্ধ আমন্ত্রণ।
×