ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউটিউব ॥ বাংলা নাটকের টার্নিং পয়েন্ট

প্রকাশিত: ০৬:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৭

ইউটিউব ॥ বাংলা নাটকের টার্নিং পয়েন্ট

আনন্দকণ্ঠ : কেমন আছেন? অপর্ণা ঘোষ : জি ভাল। আনন্দকণ্ঠ : বর্তমান ব্যস্ততা কী নিয়ে? অপর্ণা ঘোষ : ঈদের পরে পুরনো যে সিরিয়াল আছে সেগুলোর কাজ করছি। মানিক মানবিকের ‘মন ছুঁয়েছে মন’ সিরিয়ালের কাজ করছি। বর্তমানে সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত আছি। এটি এসএ টিভির চলতি ধারাবাহিক। আনন্দকণ্ঠ : এবারের ঈদে আপনার কতটি নাটক প্রচার হয়েছে? অপর্ণা ঘোষ : সত্যি কথা বলতে সংখ্যা গুনে বলাটা কঠিন যে কয়টি নাটক প্রচার হয়েছে। কারণ হচ্ছে যে, গুনে গুনে তো বলা যায় না। যে কাজগুলো গেছে সেগুলোর মধ্য শাফায়াত মনসুর রানার ‘আমরা ফিরব কবে?’, ‘চার সপ্তাহ, হাসান মোশেদের দি জেন্টেলম্যান, রাফাতের লজিক্যাল ইন লজিক্যাল, শুভ্র খানের আপন পর। এ কাজগুলোর কথা মনে আছে। আনন্দকণ্ঠ : ঈদ নাটকে কেমন সাড়া পাচ্ছেন? অপর্ণা ঘোষ : ঈদ নাটকে অনেক ভাল সাড়া পাচ্ছি। আসলে বর্তমানে কেউ টিভিতে নাটকে দেখে বলে না যে, টিভিতে দেখেছি ভাল হয়েছে বা, খারাপ হয়েছে। সবাই ইউটিউবে নাটক দেখছে। দেখে ফেসবুকে কমেন্ট করছে। এখন আর কেউ নেই যে বলে টিভিতে দেখেছি। সবাই ইউটিউবে নাটক দেখছে। বর্তমানে দর্শকদের নাটক দেখা ইউটিউব নির্ভর হয়ে গেছে। আনন্দকণ্ঠ : চলতি ধারাবাহিক? অপর্ণা ঘোষ : মানিক মানবিকের মন ছুঁয়েছে মন ও এহসান এলাহী বাপ্পীর গুলবাহার। আনন্দকণ্ঠ : পরবর্তী সিনেমার পরিকল্পনা জানতে চাই? অপর্ণা ঘোষ : কয়েকটি গল্প নিয়ে কথা চলছে আমি ঠিক জানি না কোন্টা এখন করব। ঠিক হলে জানাব। আনন্দকণ্ঠ : চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে কতটা যাচাই বাচাই করছেন? অপর্ণা ঘোষ : আমি বেছে বেছে কাজ করে থাকি। ব্যতিক্রম ধরনের গল্পে কাজ করি। যা আমার সিনেমাগুলো দেখলেই বোঝা যায়। আনন্দকণ্ঠ : বর্তমান সময়ে নাটকের মান নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এক্ষেত্রে আপনি কি বলবেন? অপর্ণা ঘোষ : মান নিয়ে কে কি বলছে? যে যাই বলুক না কেন গত ঈদ থেকেই অনেক ভাল নাটক নির্মাণ হচ্ছে। বেশিরভাগ মানুষ এখন ইউটিউিবে নাটক দেখছে। ইউটিউব দেখলেই বোঝা যায় যে, গত ঈদ থেকে বাংলা নাটকের টার্নিং পয়েন্ট শুরু হয়েছে। ভাল নাটকগুলোই দর্শক গ্রহণ করে নিচ্ছে। দর্শক নাটক দেখে তাদের মন্তব্য করছে। যে নাটকগুলো ভাল হয়েছে আবার যেগুলো খারাপ হয়েছে সেগুলোও বলছে। আমার কাছে মনে হয় গত ঈদ থেকে একটা টার্নিং পয়েন্ট শুরু হয়েছে। একটা পরিবর্তন এসেছে। মানুষ ভাল কাজ দেখতে চায় সে রকমই তাদের চাহিদামতো পাচ্ছে। তো আমার কাছে মনে হয় মানুষ গল্পের দিকে ঝুঁকছে ভাল গল্প চায়। গল্পই যে গুরুত্বপূর্ণ তা গত ঈদের কাজ দেখলেই সেটা বোঝা যায়। আনন্দকণ্ঠ : দর্শকের উদ্দেশে... অপর্ণা ঘোষ : দর্শকদের একটা কথাই বলব আপনার বাংলা নাটক দেখেন। আমাদের নাটকগুলো আগের চেয়ে অনেক ভাল হচ্ছে। আপনারা যেভাবে বাংলা নাটক দেখছেন সামনে সেভাবেই দেখবেন আশা রাখি এবং আর একটা আশা রাখি বিজ্ঞাপন কমানোর জন্য যে বিষয়টা নিয়ে দর্শকরা বার বার কথা বলছে সে বিষয় মাথায় রেখে আমরা আমাদের এখানে ইন্ডাস্ট্রির যারা আছি তারা যেন বিষয়টি খেয়াল রাখি।
×