ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাণীর প্রতি ভালবাসা

প্রকাশিত: ০৫:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৭

প্রাণীর প্রতি ভালবাসা

যুক্তরাষ্ট্রে হারিকেন ইরমা আঘাত হানার পর ধ্বংসস্তূপে পরিণত একটি বাড়িতে উদ্ধার কাজ করছিলেন এক অগ্নিনির্বাপণ কর্মী। তখন তিনি দেখলেন দেয়ালের সঙ্গে একটি হরিণ বিপজ্জনকভাবে ঝুলে আছে। ঝড়ে আহত হয়ে হরিণটি খুব সঙ্কটাপন্ন অবস্থায় তখন। জনসন নামের ওই কর্মী ভাবলেন, যে কোন সময় হরিণটি নিচে পড়ে যেতে পারে। আর পড়লেই সেটির মৃত্যু নিশ্চিত। তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, কীভাবে হরিণটিকে বাঁচাবেন। তিনি ধীর পায়ে আতঙ্কগ্রস্ত প্রাণীটির কাছে গেলেন। এক বোতল পানি চোখের সামনে তুলে ধরলেন। যাতে হরিণটি ভীত না হয়। তিনি বলেন, পরিস্থিতি এমন দাঁড়াল যে হরিণটি না, আমারই মনে ভয় ধরে গেছে যে যদি প্রাণীটিকে বাঁচাতে না পারি। হরিণটি তৃষ্ণার্ত ছিল। কাজেই চোখের সামনে পানি দেখে তার ভয়-শঙ্কা কেটে গেল। এই সুযোগে সেটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসলেন জনসন। তিনি বলেন, কেউ যদি এ ঘটনায় বিস্মিত হয়, তাতে আমার কিছু করার নেই। কিন্তু আমরা অবাক লেগেছে যে, প্রাণীটি মুহূর্তেই পুরো চার বোতল পানি খেয়ে ফেলেছে। জনসন বলেন, স্থানীয় আটকে পড়া অধিবাসীদের উদ্ধার করেই কেবল আমি আনন্দিত না, আমার হাতে একটি প্রাণী উদ্ধার হয়েছে, জীবন বেঁচেছে, সেটাই আমার আনন্দ। -ইউপিআই অনলাইন
×