ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নিধন বসনিয়া ও রুয়াণ্ডা গণহত্যার মতো ॥ প্রেসিডেন্ট বুহারি

প্রকাশিত: ০৫:২৭, ২১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা নিধন বসনিয়া ও রুয়াণ্ডা গণহত্যার মতো ॥ প্রেসিডেন্ট বুহারি

জনকণ্ঠ ডেস্ক ॥ নাইজিরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের নিন্দা জানাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাখাইন রাজ্যের পরিস্থিতিকে তিনি ১৯৯৫ সালে বসনিয়া ও ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যার সঙ্গে তুলনা করেন। খবর এএফপির। আফ্রিকার সর্বোচ্চ জনসংখ্যা অধ্যুষিত দেশের নেতা বুহারি মঙ্গলবার বলেন, রাখাইনে গণহত্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না। তিনি বলেন, রোহিঙ্গারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুসলিম বলেই তাদের হত্যা করা হচ্ছে। তিনি এই গণহত্যাকে রাষ্ট্রীয় সমর্থনে ‘নৃশংস উপায়ে জনসংখ্যাশূন্যকরণ কর্মসূচী’ বলে আখ্যায়িত করেন। চুয়াত্তর বছর বয়সী এই আফ্রিকান নেতা বলেন, ‘রাখাইনে চলমান গণহত্যা বন্ধ ও উদ্বাস্তুদের নিরাপদে দেশে ফিরে আসার সুযোগ দিতে জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের প্রতি যে আহ্বান জানান, তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস রাখাইনে সামরিক অভিযান বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।
×