ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদি আরব দেড় কোটি

রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্র দেবে ৩ কোটি ২০ লাখ ডলার

প্রকাশিত: ০৫:২৬, ২১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্র দেবে ৩ কোটি ২০ লাখ ডলার

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য জরুরী ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ৩ কোটি ২০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। ওদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরবও রোহিঙ্গাদের সহায়তায় দেড় কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বুধবার সৌদি প্রেস এজেন্সির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। রোহিঙ্গাদের সহায়তায় ১৫ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত এ্যান সিওং দো বুধবার এ কথা জানান। খবর বিএসএস ও ওয়েবসাইটের। যুক্তরাষ্ট্র ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেবে দেশটি। বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব তথ্য জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সাক্ষাত করতে যান মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এসময় ত্রাণমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সঙ্কট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান বার্নিকাট। এছাড়া রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা নিয়েও আলোচনা করেন তিনি। ত্রাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে মার্শা বার্নিকাট উপস্থিত সাংবাদিকদের জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই শরণার্থীরা যাতে নিজেদের দেশে ফিরতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ৩ কোটি ২০ লাখ ডলার সহায়তা দেবে বলে জানান বার্নিকাট। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা এই শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন বার্নিকাট। সৌদি আরব ॥ রোহিঙ্গাদের জন্য ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং সালমান সেন্টারের ত্রাণ ও মানবিক বিভাগের কর্মকর্তা এবং সৌদি রয়েল কোটের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাবিহ এ সহায়তার কথা জানান। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদর দফতরে মার্কিন-আরব সম্পর্ক বিষয়ক এক বৈঠকের পর রাবিহ রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা দেখতে সৌদি কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে যাচ্ছে। এই মুহূর্তে শরণার্থীদের জন্য ত্রাণ, মানবিক সাহায্য ও আশ্রয়সহ আর কী কী সহায়তা প্রয়োজন হতে পারে তা তারা দেখবেন।’ রাবিহ বলেন, ‘বাদশার নির্দেশে বেশ কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি, আগে নেয়া কিছু প্রকল্পের কাজ চলমান আছে।’ দক্ষিণ কোরিয়া ॥ রোহিঙ্গাদের জন্য জরুরী ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ১৫ লাখ ডলার মানবিক সহায়তা দেবে। বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত এ্যান সিওং দো বুধবার জানান, এই সহায়তা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে দেয়া হবে। কোরিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এই সহায়তা রাখাইনে সন্ত্রাসের শিকার হওয়া শরণার্থীদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে। তিনি, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের পর বাংলাদেশে আশ্রয় নিতে রোহিঙ্গাদের যে ঢল নেমেছে তাতে দক্ষিণ কোরিয়া গভীরভারে উদ্বিগ্ন। এসব শরণার্থীকে আন্তর্জাতিক যে কোন সমর্থন দেয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া স্পষ্টত বাংলাদেশের সঙ্গে থাকবে। এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণ কোরিয়া ঘনিষ্ঠ সহযোগিতা করে যাবে এবং এই সঙ্কট সমাধানে বাংলাদেশও মিয়ানমারের সঙ্গে কাজ করবে।
×