ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে অধ্যাপক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:২২, ২১ সেপ্টেম্বর ২০১৭

যশোরে অধ্যাপক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জান্নাত পারভীন মিনা হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলো যশোর শহরতলীর শেখহাটি গ্রামের বিশ্বাসপাড়ার আব্দুল খালেক বিশ্বাস ও তার জামাই ঝিকরগাছা উপজেলার আটুরা গ্রামের নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম এবং শেখহাটি জামরুলতলা এলাকার আব্দুল গফুরের ছেলে মনিরুজ্জামান হিরক। জানা গেছে, জান্নাত পারভীন মিনা যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। স্বামী অন্যত্র চাকরি করায় তিনি ১০ মাস বয়সের একটি ছেলে নিয়ে উপশহর ৭ নম্বর সেক্টরের ১৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো ২০০৪ সালের ২৪ জুলাই মিনা কলেজ থেকে বাড়ি ফিরে আসেন। ২৫ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পায় মিনার ঘরের দরজা খোলা এবং মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। ঘটনাটি মিনার ভাই উপশহর ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুল্লাহকে অবহিত করেন। তবে ওই সময় লাশের ঘাড় ভাঙ্গা এবং শ্বাসরোধ হত্যার আলামত পাওয়া যায়।
×