ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে বর্জ্যে মহানন্দার পানি দূষিত

প্রকাশিত: ০৫:১১, ২১ সেপ্টেম্বর ২০১৭

চাঁপাইয়ে বর্জ্যে মহানন্দার পানি দূষিত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পৌর এলাকার দুটি বড় সেতু হতে মহানন্দা নদীতে মরা মুরগি, ছাগল ও মুরগির বর্জ্য ফেলার কারণে প্রায় ২২ কিলোমিটার নদীর পুরোটাই দূষণের কবলে পড়েছে। সেতু দুটির একটি শহরের মধ্যে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু ও নতুন হাট এলাকা সংলগ্ন শেখ হাসিনা সেতু। পৌর এলাকা অর্ধ শতাধিক পোল্ট্রি ফার্মের বিষ্ঠা ও সহস্রাধিক পোলটি বিক্রেতা ফার্মের মালিকেরা প্রতিদিন রাতের অন্ধকারে বস্তায় পুরে মুরগির পাখা, নাড়িভুঁড়ি, বিষ্ঠা ব্রিজ দুটির মধ্যবর্তী স্থান থেকে মহানন্দানদীতে ছেড়ে দিচ্ছে। পাশাপাশি মরা মুরগি, ছাগল ভেড়ার বাচ্চা এমনকি মরা গরু ও এনে ফেলে দিচ্ছে পানিতে। ফলে নদীর ভাটির ২২ কিলোমিটারজুড়ে মহানন্দা নদীর পানি বড় ধরনের দূষণের কবলে পড়েছে। এই ২২ কিলোমিটারের দুই তীরে সহস্রাধিক ঘাট রয়েছে। গ্রাম ও মহল্লা রয়েছে কয়েক সহস্রাধিক। এসব গ্রামের মানুষ দূষণযুক্ত পানিতে গোসল ও পানি ব্যবহার করছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা গোদাগাড়ীর কাছে পদ্মায় গিয়ে পড়েছে। এই দূষিত পানি ব্যবহার করে দুই ধারের কয়েক হাজার মানুষ দারুণভাবে অসুস্থ হয়ে পড়েছে।
×